ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিল্পী গোলাম আম্বিয়া স্মরণানুষ্ঠান

প্রকাশিত: ০৭:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২০

 শিল্পী গোলাম আম্বিয়া স্মরণানুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ রামপুরার বনশ্রীতে কুটি মনসুর ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সম্প্রতি প্রয়াত লোকসঙ্গীত শিল্পী সৈয়দ গোলাম আম্বিয়া স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমি ও কুটি মনসুর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিটিভি এবং বেতারে বিশিষ্ট শিল্পী সৈয়দ গোলাম আম্বিয়া দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি ১১ ফেব্রুয়ারি ধানমন্ডির কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও দোয়া করার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমি ও কুটি মনসুর ফাউন্ডেশনের সভাপতি শিল্পী রুপু খান। প্রথমে তিনি লোক সঙ্গীতের অঙ্গনে সৈয়দ গোলাম আম্বিয়ার অবদানের কথা তুলে ধরেন। সৈয়দ গোলাম আম্বিয়া বাংলাদেশ টেলিভিশনের ‘বাঁশরী’সহ বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার পাশাপাশি রুপু খান পরিচালিত ও উপস্থাপিত ‘মাটির টানে’ অনুষ্ঠানে নিয়মিত গান করতেন। এসব স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে উঠেন রূপু খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার, টেলিভিশনের বিশিষ্ট কণ্ঠশিল্পী ও কুটি মনসুর ফাউন্ডেশনের সহ-সভাপতি নুরুন নাহার আউয়াল, কুটি মনসুর ফাউন্ডেশনের সহ-সভাপতি কুটি মনসুরের বড় সন্তান গীতিকার ও চিত্রগ্রাহক কে এম মজনু, কুটি মনসুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কুটি মনসুরের ছোট ছেলে জাহিদ মনসুর যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুটি মনসুরের সেজ মেয়ের জামাতা শাহাবুদ্দিন আহমেদ দোলন সৈয়দ গোলাম আম্বিয়ার জীবনের ক্রান্তি লগ্নে তার পাশে থাকার জন্য রুপু খানকে ধন্যবাদ জানিয়ে সাংস্কৃতিক কর্মীদের সাহায্যার্থে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার বিষয়ে গুরুত্বারোপ করেন। সাংস্কৃতিক সম্পাদক ও কুটি মনসুরের বড় মেয়ের জামাতা আব্দুল মতিন বলেন, সৈয়দ গোলাম আম্বিয়া ছিলেন আমার প্রথম শিক্ষা গুরু। তার কাছে দীর্ঘদিন উচ্চাঙ্গ ও লোকসঙ্গীতে তালিম নিয়েছি। টাঙ্গাইল থেকে প্রথমবার ঢাকায় এসে তার স্নেহময় ছায়াতলে আশ্রয় পেয়েছিলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুটি মনসুরের মেঝ মেয়ের জামাতা বাদশা মিয়া, ছোট মেয়ের জামাতা মোজাহার হোসেন এবং চার কন্যা যথাক্রমে সুরাইয়া মতিন, জেসমিন আক্তার, তাসলিমা আক্তার, শাহীন সুলতানা যুথী প্রমুখ।
×