ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জবি শিক্ষকের পাঁচ বই

প্রকাশিত: ০৭:৪১, ২৫ ফেব্রুয়ারি ২০২০

 জবি শিক্ষকের পাঁচ বই

জবি সংবাদদাতা ॥ মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবকে উৎসর্গ করে ‘অসাম্প্রদায়িক চেতনা ও জাতি গঠনে বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা ও বাংলাদেশ’, ‘মহানায়কের বিদায় স্মরণকালের নির্মম ট্র্যাজেডি’, ‘স্মৃতিতে ভাস্বর বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধুকে নিয়ে বিচিত্র রচনা সম্ভার’ শিরোনামের মোট পাঁচটি বই সম্পাদনা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জিএম তারিকুল ইসলাম। বই পাঁচটি জিএম তারিকুল ইসলামের ১১ থেকে ১৫তম বই। বইগুলো প্রকাশ করেছে গ্রন্থ কুটির। বই পাঁচটি অমর একুশে বইমেলায় ১৬৪-১৬৬নং স্টলে পাওয়া যাচ্ছে। তিনি এখন পর্যন্ত মোট ১৫টি বই রচনা ও সম্পাদনা করেছেন। ২০০৯ সালে তার প্রথম বই প্রকাশ হয়।
×