ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাটগ্রামে মারণব্যাধি সিলিকোসিস রোগে পাথর শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৮:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০২০

পাটগ্রামে মারণব্যাধি সিলিকোসিস রোগে পাথর শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার পাটগ্রাম উপজেলায় মারণব্যাধি সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে আমিনুর রহমান (৩২) নামের এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত প্রায় একযুগে বুড়িমারী স্থলবন্দরে পাথর ভাঙা কাজে নিয়োজিত শ্রমিকদে প্রায় ৭৩ জন মরণব্যাধি সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আজ সোমবার ভোর সাড়ে ৪ টায় উপজেলার বুড়িমারী ইউনিয়নের নামাজিটারী এলাকার নিজবাড়িতে তিনি মারা যান। দীর্ঘদিন সিলিকিসোসি রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন। পাথর শ্রমিক আমিনুর রহমান উপজেলার বুড়িমারী ইউনিয়নের নামাজিটারী এলাকার কাচু মিয়ার ছেলে। জানা গেছে, বুড়িমারী স্থলবন্দরে পাথর শ্রমিক হিসাবে কাজ করতেন আমিনুর। প্রায় এক বছর আগে শ্বাসকষ্টজর্ণিত রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করান। চিকিৎসকরা জানান, সে সিলিকোসিস রোগে আক্রান্ত হয়েছে। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়িতে ফেরেন। সোমবার ভোরে পুনরায় অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা পাটগ্রাম হাসপাতালে নিলে ভোর সাড়ে ৪ টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অরুপ পাল পাথর শ্রমিককের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তিনি আরো জানান, পাথর ভাঙা শ্রমিকদের স্বাস্থ সুরক্ষা নিশ্চিত করতে হলে কারখানাগুলো স্বাস্থ সম্মত করতে হবে। বুড়িমারীতে প্রায় ৫শতাধিক পাথর ভাঙ্গা কারখানায় কয়েক হাজার শ্রমিক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছে। নিশ্বাসের সাথে পাথরের কনা ফুসফুসে ঢুকে জমাটবেধে এই সিলিকোসস রোগ হয়।
×