ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৮ জনের মধ্যে আরো একজনের মৃত্যু

প্রকাশিত: ০৮:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০২০

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৮ জনের মধ্যে আরো একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৮ সদস্য মধ্যে আরো একজন মারা গেছে। তার নাম আবুল বাশার ইমন (২৮)। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, আগুনের ঘটনায় মা নুরজাহান বেগম (৭০) ছেলে কিরন ( ৫৫), নাতি আবুল বাশার ইমন (২৮)সহ মোট তিনজন মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরও একই পরিবারের ৫ সদস্য। এ ব্যাপারে নিহত কিরনের ভায়রা মোস্তফা খান জানান, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার সাহেব পাড়া এলাকায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ফারুক হোসেনের বাড়ির ৫ তলার নিচ তলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন নূরজাহান বেগম ও তার পরিবারের সদস্যরা। গত ১৭ই ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটার দিকে গ্যাসের চুলায় আগুন ধরাতে গিয়ে আগুনে দগ্ধ হন নুরজাহান বেগম। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন তার দুই ছেলেমেয়ে নাতি সহ একই পরিবারের আট সদস্য। আগুনের ঘটনায় এ পর্যন্ত তিনজন মারা গেছেন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ছেলে হিরন মিয়া তার স্ত্রী মুক্তা, মেয়ে শিশু ইলমা, কিরন মিয়ার ছোট ছেলে আপন সহ আরো একজন।
×