ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে পানিতে ডুবে চাচাতো ভাই বোন নিখোঁজ

প্রকাশিত: ০৮:৪২, ২৪ ফেব্রুয়ারি ২০২০

পটুয়াখালীতে পানিতে ডুবে চাচাতো ভাই বোন নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে দুই চাচাতো ভাই বোন নিখোঁজ হয়েছেন। তাদেরকে উদ্ধারে স্থানীয়রা জাল নৌক নিয়ে অনুসন্ধান চালাচ্ছে। তবে এ রিপোর্ট সন্ধ্যা ৬ টা পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি। আজ সোমবার দুপুর দুই টায় কমলাপুর ইউনিয়নের দক্ষিন ধরান্দি গ্রামের বলইকাঠীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া শিশুরা হচ্ছেন মিম (১২) এবং আরাফাত (১০)। স্থানীয়রা জানান, দুপুরের দিকে মিমি ও আরাফাত গোসল করতে বাড়ির পাশের নদীতে নামে। এ সময় আজাদ হুমায়ন নামের একটি বলগেট ড্রেজারের কার্গোর নিচে তারা চাপা পরে দুজনেই নিখোঁজ হয়। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা উদ্ধারে নামলেও মিম এবং আরাফাতকে খুঁজে পাওয়া যায়নি। দক্ষিন ধরান্দির গ্রামের চরবলইকাঠী ঘরামিবাড়ির আফজাল হোসেন মেয়ে মিম ৫ম শ্রেনীতে এবং একই বাড়ির আশ্রাফ হোসেনের ছেলে আরাফাত ৫র্থ শ্রেনীতে লেখা পড়া করতো। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই বোন।
×