ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

“ভাষার গান নিয়ে বী-মিউজিক”

প্রকাশিত: ০৮:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০২০

“ভাষার গান নিয়ে বী-মিউজিক”

অনলাইন ডেস্ক ॥ যারা বুকের তাজা রক্ত ছিটিয়ে রাজপথ রঞ্জিত করে ছিনিয়ে এনেছিল মাতৃভাষার সম্মান সেই বীর শহীদদের উৎসর্গ করে বর্তমান প্রজন্মকে একুশের চেতনায় জাগিয়ে তুলতে বী-মিউজিক এর ব্যানারে প্রকাশিত হয়েছে একুশের গান “২১ মানে শহীদ মিনার”। লিটন ঘোষ জয়ের কথায়, রাজু ডিয়ান এর সুরে এবং মিঠু রোহান এর সংগীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজু ডিয়ান, প্রজ্ঞা, রিতু, মনির, আলীম, সাঈদ শাহরিয়ার এবং মিঠু রোহান। গানটির ভিডিও নির্মাণ করেছেন মাইনুল ইসলাম। গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী রাজু ডিয়ান বলেন, ভাষা দিবসকে নিয়ে এমন একটি গানের সুর করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার তাদের জন্য উৎসর্গ করে এমন একটি কাজ করতে পারা আমার জন্য সত্যিই সৌভাগ্যের ব্যাপার। সংগীত পরিচালক মিঠু রোহান বলেন, সত্যি বলতে কি, একুশে ফেব্রুয়ারীতে মাতৃভাষার জন্য আমার ভায়েরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল বলেই ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর সেই একুশকে নিয়ে কোন গানের সংগীত আয়োজন করতে পারার আনন্দকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এবং এই গানটিতে যারা কণ্ঠ দিয়েছেন তারা খুবই আগ্রহ উদ্দীপনা নিয়ে কাজটি করেছে। ইতি মধ্যে ভারো সাড়া মিলছে গানটির, আর বাকি পথটুকুর ভালো মন্দের বিচার দর্শক শ্রোতাদের উপর ছেড়ে দিলাম।
×