ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকা-আরিচা সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১২:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০২০

 ঢাকা-আরিচা সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংবাদদাতা, সাভার, ২৪ ফেব্রুয়ারি ॥ ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশে অবৈধভাবে গড়ে ওঠা দু’শতাধিক স্থাপনা ভেঙ্গে/গুঁড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভার উপজেলার জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঢাকা-আরিচা মহাসড়ক দেশের একটি ব্যস্ততম সড়ক। দীর্ঘদিন ধরে জাতীয় স্মৃতিসৌধের মতো গুরুত্বপূর্ণ এলাকা ও ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় কিছু অবৈধ স্থাপনা নির্মাণ করে জনগণের চলাচলে বাধার সষ্টি করে আসছিল। এ কারণে সড়ক উন্নয়ন ও যাত্রীসহ পথচারীদের চলাচলের সুবিধার্থে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে দু’শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি। অভিযান পরিচালনাকালে সড়ক ও জনপথ অধিদফতরের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
×