ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১২:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২০

    নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৪ ফেব্রুয়ারি ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদর খন্দকারকে (৪১) কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত নয়টার দিকে খুলনা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। জানা যায়, লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদর খন্দকার সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালনাঘাটের নিজ ইটভাঁটি থেকে মোটরসাইকলযোগে কামঠানা নিজ বাড়িতে ফেরার পথে চরকালনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরাধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। লোহাগড়া হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সুমনা খানম ও বদর খন্দকারের আত্মীয় আলিম জানান, ধারালো অস্ত্রের কোপে বদর খন্দকারের দুই পা, বাম হাতের তিনটি আঙ্গুল ও ডান হাতের কব্জি কেটে ঝুলে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোগীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকার প্রতিপক্ষের সঙ্গে বদর খন্দকারের বিরোধ চলছিল বলে জানান স্বজনরা। লোহাগড়া থানার ওসি আলমগীর হোসেন হত্যা বিষয়টি নিশ্চিত করে জানান, ওই এলাকার পরিবেশ এখন শান্ত আছে। সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
×