ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবিতে সান্ধ্য কোর্সে ভর্তি প্রক্রিয়া সাময়িক স্থগিত

প্রকাশিত: ১২:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০২০

  ঢাবিতে সান্ধ্য কোর্সে ভর্তি প্রক্রিয়া সাময়িক স্থগিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে চলমান সান্ধ্য কোর্সগুলোতে নতুন করে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সাময়িক স্থগিত করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সান্ধ্য কোর্সের বিষয়ে উপাচার্য বলেন, সান্ধ্য কোর্স নিয়ে গঠিত কমিটির সুপারিশ গ্রহণ করা হয়েছে। তবে সিদ্ধান্তের এক জায়গায় একটু পরিবর্তন আনা হয়েছে। সেটি হলো উপ-উপাচার্য (শিক্ষা) কে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে কোষাধ্যক্ষ এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ থাকবেন। আর আইবিএ ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালককে রাখা হয়েছে। কমিটি পাঁচ সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন দেবেন। তিনি বলেন, কিন্তু এই পাঁচ সপ্তাহের মধ্যে কোন ধরনের ভর্তি বিজ্ঞপ্তি, প্রেস, ইনটেক করতে পারবে না। এর মধ্যে যারা বিজ্ঞপ্তি দিয়েছে, সেগুলো স্থগিত থাকবে। আর যে কোর্সগুলো চলমান আছে, সেগুলোর বিষয়ে কিছু করার নেই, সেগুলো চলবে। প্রতিবেদন পাওয়ার পর সেটা একাডেমিক কাউন্সিলে যাবে। সেখানে জাতীয় চাহিদা ও বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সান্ধ্য কোর্স নিয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কড়া সমালোচনার পর গত বছর ২৭ মে এসব কোর্সের যৌক্তিকতা যাচাই ও পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ডিনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরীকে এ কমিটির আহ্বায়ক করা হয় । ওই কমিটি আট মাসেরও বেশি সময় পর্যবেক্ষণ করে গত ৯ ফেব্রুয়ারি সান্ধ্যকালীন কোর্স নিয়ে সমন্বিত নীতিমালা প্রণয়নের সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ আখতারুজ্জামানের কাছে প্রতিবেদন জমা দেন। আর এ নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত এসব কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তি সাময়িক বন্ধ রাখার সুপারিশ করা হয়। কিন্তু একাডেমিক কাউন্সিলের সভায় অধিকাংশ শিক্ষক সান্ধ্য কোর্স চালু রেখে সমন্বিত নীতিমালা প্রণয়নের পক্ষে মত দেন।
×