ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে করোনা ভাইরাস মোকাবেলা ও গুজব প্রতিরোধে সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২০

পটুয়াখালীতে করোনা ভাইরাস মোকাবেলা ও গুজব প্রতিরোধে সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ করোনা ভাইরাস মোকাবেলা ও এ সংক্রান্ত গুজব প্রতিরোধে করনিয় বিষয়ে পটুয়াখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় করোনা ভাইরাস প্রতিরোধে সার্বিক প্রস্তুতি সম্পর্কে সকলকে অবহিত করা হয়। পটুয়াখালী জেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বর্তমানে ১২৯১ জন বিদেশি শ্রমিক কর্মরত আছেন যাদের মধ্যে ১২৭৪ জন চীনা নাগরিক। এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ একটি আইসুলেশন ওয়ার্ড এবং পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ৫ শয্যা নিয়ে একটি করোনা ভাইরাস ইউনিট খোলা হয়েছে। অপরদিকে যে সব প্রকল্পে চীনা নাগরিকরা কর্মরত আছেন তাদের এই সময়ে চীনে সফর না করা এবং চীন থেকে বাংলাদেশে না আশার কথা বলা হয়। পাশাপাশি প্রতিটি প্রকল্প এলাকায় বিশেষ আইসুলেশন এলাকা প্রস্তুত করার কথাও সভায় সকলকে অবহিত করা হয়। সভায় ২৫০ শয্যা হাসপাতালে তত্ত্বাবধায়ক ড. এম এ মতিন,অতিরিক্ত পুলিশ সুপার শেখ বেলাল, পায়রা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক নুরে আলমসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন।
×