ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তাজমহলে সান্ধ্য ভ্রমণ ট্রাম্প দম্পতির

প্রকাশিত: ০৯:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২০

তাজমহলে সান্ধ্য ভ্রমণ ট্রাম্প দম্পতির

প্রথম সফরে ভারত এসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ছুটে গিয়েছিলেন প্রেমের সৌধ তাজমহল দেখতে। সোমবার বিকেল ৫টা নাগাদ আহমেদাবাদ থেকে তারা সোজা চলে যান আগ্রায়। তাজমহল পরিদর্শনে দেখা গেছে, ট্রাম্প দম্পতি হাত ধরাধরি করে ঘুরছেন। একজন গাইড বুঝিয়ে দিচ্ছেন সবকিছু। ট্রাম্প দম্পতির পাশাপাশি কন্যা ইভাঙ্কাও স্বামীসহ তাজমহল ঘুরে দেখেছেন। তাজমহলের প্রেক্ষাপটে সূর্যাস্ত দেখার ব্যাপারে আগ্রহী ছিলেন মেলানিয়া। আগেই সেকথা মিডিয়া সূত্রে জানা গিয়েছিল। ডনাল্ড ও মেলানিয়া প্রেমের সৌধে দাঁড়িয়ে ছবি তুলেছেন। ফটোশুটে দুজনই অংশ নিয়েছিলেন। তাজমহল থেকে মুগ্ধ ট্রাম্প দম্পতি ভিজিটরস বুকে মন্তব্য লিখেছেন, সৌন্দর্যের কালজয়ী নিদর্শন। যদিও মন্তব্যটি ডনাল্ডই লিখেছেন। তবে নিচে তার পাশাপাশি সই করেছেন মেলানিয়াও। সন্ধ্যার পর পরই দুজনে দিল্লী চলে যান। এখানেই রাত্রিবাস। মঙ্গলবার সারাদিন রয়েছে সরকারী নানা অনুষ্ঠান। এদিন রাতেই তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ভারত ছাড়েন। ট্রাম্প ও মেলানিয়ার সম্মানে বিশাল ভোজ ॥ ডোনাল্ড ট্রাম্পের সম্মানে মঙ্গলবার এক এলাহি নৈশভোজের আয়োজন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে ফার্স্টলেডি মেলানিয়াসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত ছিলেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোন কমতি রাখতে চাননি ভারতীয় রাষ্ট্রপতির হেঁসেল। নৈশভোজে তিন পর্ব ছিল। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হয় খাবার পর্ব। এরপর মূল খাবার। শেষে মিষ্টান্ন। পালং শাকের পাপড়ির সঙ্গে ছিল আলুর টিক্কা, স্যামন মাছের টিক্কা, লেবু ধনেপাতার স্যুপ। হিমালয়ের পাদদেশ থেকে সংগ্রহ করা মাশরুম দিয়ে বড়া আর মটরশুঁটির তরকারি। ট্রাম্পের পছন্দ গরুর মাংস হলেও মঙ্গলবার তার পাতে দেয়া হয় খাসির মাংসের বিরিয়ানি। আশ্রমে গিয়ে গান্ধীকেই ভুলে গেলেন ট্রাম্প ॥ ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রমে গিয়ে গান্ধীকে ভুলে ‘অপূর্ব সফর’ এর জন্য ‘মহান বন্ধু প্রধানমন্ত্রী মোদিকে’ ধন্যবাদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দুই দিনের সরকারী সফরে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও কন্যা ইভাঙ্কাসহ পরিবারের সদস্য ও শতাধিক সফরসঙ্গী নিয়ে ভারতে গিয়েছেন ট্রাম্প। গুজরাটের আহমেদাবাদে সর্দার প্যাটেল বিমানবন্দরে নেমে সেখান থেকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মহাত্মা গান্ধীর স্মৃতিবিজরিত সবরমতি আশ্রমে যান তিনি। এই আশ্রমে গুজরাটে জন্মগ্রহণকারী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী ১৩ বছর বসবাস করেছিলেন। এখানে ট্রাম্প ও মেলানিয়া হাত দিয়ে চরকা কাটার চেষ্টা করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধী বিদেশী কাপড়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে চরকা কেটে কাপড় বোনার এই ধারাটি জনপ্রিয় করে তুলেছিলেন। -এনডিটিভি
×