ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে ২ বখাটে আটক

প্রকাশিত: ০৯:২২, ২৫ ফেব্রুয়ারি ২০২০

মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে ২ বখাটে আটক

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অপরাধে ২ বখাটেকে আটক করেছে শিবচর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে শিবচর পৌরসভার শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। বখাটেরা হলো শিবচর উপজেলার চরবাচামারা মাদবরকান্দি গ্রামের হালেম মোল্লার ছেলে তাজেল মোল্লা (২১) এবং একই এলাকার খলিফাকান্দির আইয়ুব আলী খলিফার ছেলে নাঈম খলিফা (২০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই বখাটে প্রায়ই এসএসসি পরীক্ষার হলের সামনে কিংবা রাস্তার পাশে পরীক্ষা দিতে যাওয়ার সময় এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করতো। বিষয়টি স্থানীয়দের নজরে এলে স্থানীয়রা পুলিশকে জানালে মঙ্গলবার দুপুরে এসএসসি পরীক্ষা শেষে শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার সময় হাতেনাতে আটক করে। শিবচর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এসএসসি পরীক্ষার্থীকে রাস্তায় উত্ত্যক্ত করার অপরাধে দুই বখাটেকে আটক করা হয়েছে। রাস্তায় কোন মেয়ে কিংবা শিক্ষার্থীকে উত্ত্যক্ত করলে কঠোরভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
×