ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক আর নেই

প্রকাশিত: ০৯:২৩, ২৬ ফেব্রুয়ারি ২০২০

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক আর নেই

প্রায় ৩০ বছর ক্ষমতাসীন থাকার পর ২০১১ সালে আরব বসন্তে ক্ষমতাচ্যুত হওয়া মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন। ওয়েবসাইট। ৯১ বছর বয়সী এই স্বৈরশাসক মঙ্গলবার মারা যান বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। ওয়েবসাইট। দেশটির সরকারী টেলিভিশনের খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগে অসুস্থ হোসনি মোবারকের অস্ত্রাপচার সম্পন্ন হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কায়রোর একটি সামরিক হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনায় মৃত ২ হাজার ৭শ’ এশিয়ার দেশ চীনে শুরু হওয়া মরণঘাতী করোনাভাইরাসে নতুন করে ৭১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭শ’ জনে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করা করোনায় নতুন করে ৫০৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিশ্বব্যাপী ভাইরাসটিতে ভুগছে ৮০ হাজারের বেশি নাগরিক। আজ মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন খবরটি দিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট। চীনে এখন পর্যন্ত ২৭ হাজার ৪৪৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অপরদিকে করোনাভাইরাসে আক্রান্ত ১৩ হাজারের বেশি জনের অবস্থা আশঙ্কাজনক। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
×