ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিচার না করায় ধর্ষকের বাবা ও চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: ০৯:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০২০

বিচার না করায় ধর্ষকের বাবা ও চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ধুনটে ধর্ষিতা অন্তঃসত্ত্বা কিশোরী কন্যা সন্তান প্রসবের পর সন্তান নিয়ে থানায় গিয়ে মামলা দায়ের করলে পুলিশ মঙ্গলবার সকালে ধর্ষকের বাবাকে গ্রেফতার করেছে। ধর্ষিতা ও তার পরিবার এলাকার চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গেলে ঘটনা ধামাচাপা দেয়ায় পুলিশ তাকেও গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ধর্ষক মেহেদী হাসানের বাবা ফজলুল বারী (৪৫) ও নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেড়েরবাড়ি গ্রামের আজাহার আলী পাইকার (৬০)। উপজেলার বেড়েরবাড়ি গ্রামের ফজলুল বারীর ছেলে মেহেদী হাসান (১৮) প্রতিবেশী দিনমজুরের কিশোরী মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। সাড়া না দেয়ায় গত বছর ১৫ মে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুপুরে মেয়েকে ধর্ষণ করে বখাটে মেহেদী হাসান। ঘটনার পর নিমগাছি ইউপি চেয়ারম্যান আজাহার আলী পাইকারের কাছে বিচার চাইতে যায় মেয়ে ও তার মা। চেয়ারম্যান বিচার না করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। চেয়ারম্যানের কাছে সহায়তা না পেয়ে ফিরে যায় তারা। ধর্ষিতা কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গেল ১৯ ফেব্রুয়ারি নিজ বাড়িতে মেয়ে সন্তানের জন্ম দেয়। সোমবার রাতে মেয়েটি সন্তান নিয়ে থানায় গিয়ে মামলা দায়ের করে।
×