ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় ভেঙ্গে পড়া সড়ক দ্রুত মেরামত চলছে

প্রকাশিত: ০৯:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০২০

বগুড়ায় ভেঙ্গে পড়া সড়ক দ্রুত মেরামত চলছে

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দুপচাঁচিয়া ও নন্দীগ্রাম উপজেলার সঙ্গে পার্শবর্তী জেলাগুলোর সংযোগ সড়ক চওড়া এবং দীর্ঘদিন ধরে বিপজ্জনক হয়ে পড়া সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত যে উপজেলার সঙ্গে অর্থনৈতিক কর্মকা- ও ব্যবসাবাণিজ্যের প্রসারে সরাসরি সম্পৃক্ততা রয়েছে সেই সড়কগুলো দ্রুত উন্নয়ন ও চওড়াকরণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বগুড়ার উল্লিখিত সড়ক সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। রাস্তা নির্মাণে ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে ১৭০ কোটি টাকা। আগামী বছরের মার্চে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। বগুড়ার দুপচাঁচিয়া থেকে জয়পুরহাটের আক্কেলপুর পর্যন্ত ১২ কিলোমিটার সরু সড়কটি গত দশ বছর ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে আছে। ব্রিটিশ শামনামলে তৈরি গুরুত্বপূর্ণ এই সড়কটির একটি অংশ নওগাঁর বদলগাছি আরেকটি অংশ দিনাজপুরের স্থলবন্দরে যাওয়ার যোগাযোগ মাধ্যম ছিল। গত শতকের ৮০’র দশকে রাস্তাটি পাকা করা হয়। এরপর আর সংস্কার হয়নি। এই সড়কের অস্তিত্ব ভেঙ্গে ল-ভ- হয়ে গেছে। বগুড়ার দুপচাঁচিয়া ও তালোড়া একটি সমৃদ্ধ এলাকা। তালোড়ায় স্থাপিত হয় এ্যালুমিনিয়ামের বাসনকোসনের শিল্প। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মধ্যে রয়েছে দুটি পৌরসভা। একটি দুপচাঁচিয়া সদর আরেকটি অল্প দূরের তালোড়া যা সাধারণত বিরল। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে দুপচাঁচিয়া থেকে আক্কেলপুর পর্যন্ত বিদ্যমান ১২ ফুট চওড়া রাস্তা আরও উন্নত এবং ১৮ ফুট চওড়া করা হচ্ছে। এদিকে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর (যা বগুড়ার ধানচালের অন্যতম বড় হাট) থেকে দুপচাঁচিয়া সদর পর্যন্ত ৩৬ কিলোমিটার এবং নন্দীগ্রামের কাঞ্চন থেকে নাটোর জেলার সিংড়া উপজেলার কালীগঞ্জ পর্যন্ত ১৭ কিলোমিটার সড়ক ১৮ ফুট চওড়া করা হচ্ছে। মাধবপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০ নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, ২৫ ফেব্রুয়ারি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে বেওয়ারিশ একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী সারারাত জেগে কুকুরটিকে খোঁজে বের করে মঙ্গলবার সকালে পিটিয়ে হত্যা করেছে। এরপর গ্রামবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। জানা যায়, সোমবার দুপুর থেকে একটি বেওয়ারিশ কুকুর দৌড়াদৌড়ি করতে দেখা যায় গ্রামের বিভিন্ন স্থানে। বাঘাসুরা চকবাজার ও সড়ক বাজার এবং পুরাইকলা এলাকায় নারী পুরুষসহ অনেকেই পাগলা কুকুরের কবলে পড়ে। দৌড়াদৌড়ি করতে গিয়ে বাজার ও স্কুলে যাওয়ার পথে শিশুসহ বৃদ্ধকে কুকুর কামড়িয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই গ্রামের গফুর আলীর ছেলে ইদ্রিছ (৫৫), আয়াত আলীর ছেলে তাকবির (১৪), চাঁন মিয়ার মেয়ে বিংরাজ বেগম, ওসতার (৭), হুমায়নের (৯) সহ কমপক্ষে ২০ জনকে কামড়িয়ে আহত করে। আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
×