ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মহিলা কলেজের শিক্ষককে মারপিট

প্রকাশিত: ০৯:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০

মহিলা কলেজের শিক্ষককে মারপিট

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সদরের গোড়ারপাড়ায় জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজে মঙ্গলবার দুপুরে উচ্চ মাধ্যমিকের ক্লাস নেয়ার সময় ইংরেজী বিষয়ের খণ্ড কালীন শিক্ষক আলমগীর কবিরকে সন্ত্রাসীরা বেধড়ক মারপিট করেছে। ঘটনার সময় ছুটিতে থাকা ইংরেজীর শিক্ষক মিজানুর রহমান সেখানে ছিলেন। শিক্ষার্থীরা জানায় মিজানুর রহমানের ইন্ধনে এই ঘটনা ঘটেছে। কলেজের অধ্যক্ষ মাহববুর রহমান জানান, গত প্রায় চার মাস ধরে ইংরেজী বিভাগের নিয়মিত শিক্ষক মিজানুর রহমান কলেজে আসেন না। তাকে বার বার তাগাদা দেয়া হয়। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আসে। এই সময়ে শিক্ষার্থীদের পাঠদানে খ-কালীন একজন শিক্ষককে দিয়ে উচ্চ মাধ্যমিকে ক্লাস নেয়া হয়। মঙ্গলবার দুপুরে তিনি ক্লাস নিচ্ছিলেন। এ সময় অতর্কিত কয়েকজন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে চলমান ক্লাসে ঢুকে শিক্ষক আলমগীর কবিরকে পেটাতে থাকে। পুলিশকে খবর দিলে তারা আসার আগেই শিক্ষক মিজানুর রহমান সন্ত্রাসীদের নিয়ে পালিয়ে যায়। বরিশালের পাঁচ জয়িতাকে সংবর্ধনা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিভাগের পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে মঙ্গলবার সকালে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধিত জয়িতারা পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থের চেক প্রদান করা হয়। নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় মহিলাবিষয়ক অধিদফতর এ সংবর্ধনার আয়োজন করে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম ফরিদা পারভীন। পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত ও সংবর্ধিত জয়িতারা হলেন- সফল জননী ক্যাটাগরিতে হালিমা খাতুন (বরগুনা), অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বিভাগে শাহিনুর আক্তার (পটুয়াখালী), সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য নয়ন তারা (পিরোজপুর), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মনোয়ারা বেগম (বরিশাল), শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্যের জন্য হাসিনা আরা বেগম (বরিশাল)।
×