ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাভারে বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থী আহত

প্রকাশিত: ০৯:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০

সাভারে বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থী আহত

সংবাদদাতা, সাভার, ২৫ ফেব্রুয়ারি ॥ আশুলিয়ায় একটি নির্মাণাধীন ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পারাপরের সময় বিদ্যুতায়িত হয়ে জুনায়েদ হোসেন ইমন (১৮) নামে এক শিক্ষার্থীর শরীর ঝলসে যাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে আশুলিয়া থানাধীন নবীনগর-চন্দ্রা মহাসড়কের বারইপাড়া এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এর আগে রবিবার সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বারইপাড়া এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজে এ বিদ্যুতায়িতের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী ইমন আশুলিয়ার বারইপাড়ার পশ্চিম পাড়া গ্রামের এলাকার গফুর হোসেনের ছেলে। তিনি অঞ্জনা মডেল হাই স্কুল নামে একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা অংশ নিয়েছিল। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশেষায়িত হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বিক্ষোভকারীরা জানান, ফুটওভার ব্রিজের সম্পূর্ণ কাজ শেষ হওয়ার আগেই দুই পাশের সিঁড়ি খুলে রেখেছে। আবার পূর্ব পাশের দিকে উচ্চমাত্রার বিদ্যুত পরিবাহী তার থাকায় সেখানে কাজও করেনি। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে রেখে চলে গেছে ঠিকাদার প্রতিষ্ঠান। জুনায়েদের এ অবস্থার জন্য যারা দায়ী তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হয়। ডিজিটাল পদ্ধতিতে তথ্য কমিশনে শুনানি গ্রহণ তথ্য কমিশনে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে শুনানি গ্রহণের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি করা হয়। সোমবার রাজধানীর আগারগাঁও এর তথ্য কমিশন হতে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সাতক্ষীরা জেলার দেবহাটা ও লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দুটি অভিযোগের শুনানি গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। শুনানি করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ এবং তথ্য কমিশনার আবদুল মালেক-বিজ্ঞপ্তি।
×