ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ০৯:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২০

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও আহত হয়েছে ১০ জন। নিহতরা হলো রায়গঞ্জ উপজেলার ৩ নান্দিনা গ্রামের আম্বিয়া খাতুন (৭০) এবং বাসের হেলপার শুকুর আলী (৩০)। অপরদিকে উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া মহাসড়কে বাসের চাপায় এক পথচারী নিহত হয়। নিহত মোকাদ্দেস আলী (৩৫) বাড়ি একই উপজেলার বোয়ালিয়ার চরে বলে জানা গেছে। জানা গেছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার সময় সিরাজগঞ্জ থেকে তাড়াশ অভিমুখী ঐশী-এশা বাসটি ভূইয়াগাতির কালিকাপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হয়। আহত হয় আরও ১০ জন যাত্রী। এছাড়া উল্লাপাড়া উপজেলার উত্তরবঙ্গ মহাসড়কের পাঁচলিয়ায় দ্রুতগামী বাসের চাপায় পথচারী মোকাদ্দেস আলী ঘটনাস্থলেই মারা যায়। বি’বাড়িয়ায় ইউনিলিভার কর্মী স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, আশুগঞ্জ উপজেলায় ইমরান মিয়া (২৭) নামে ইউনিলিভারের এক কর্মচারী গাড়ি চাপায় নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই উপজেলার লালপুর বাজারে এ গাড়ি চাপার ঘটনা ঘটে। নিহত ইমরান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের জুরু মোল্লার ছেলে। নিহতের পরিবার জানায়, কোম্পানির নিজস্ব মাইক্রোবাসে করে পণ্য পৌঁছে দিতে লালপুর বাজারে যান ইমরান। ওই বাজারের বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ শেষ করে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকাবস্থায় গাড়ির চালক ইঞ্জিন স্টার্ট করে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নোয়াখালীতে ছাত্রী নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় আছমা আক্তার (১১), নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী- চাপ্রাশিরহাট সড়কের নারিকেলের বেপারীর দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আছমা আক্তার চরএলাহী ৪নং ওয়ার্ডের ইলিশাগো বাড়ির আব্দুল মতিনের কন্যা ও স্থানীয় মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী। গাজীপুরে চালক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে মঙ্গলবার বালুবোঝাই ড্রাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের অপর দু’আরোহী আহত হয়েছে। নিহতের নাম নাহিদ মোড়ল (২৮)। সে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী গ্রামের ফজর আলীর ছেলে। জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাহিদ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় যাচ্ছিলেন। পথে বরমী-মাওনা সড়কের সাতখামাইর চেরাগ আলী (র.) মাজারের সামনে পৌঁছালে সড়কে পড়ে থাকা মাটিতে (সিরামিক কারখানায় নেওয়া মাটি) চাকা পিছলে মোটরসাইকেলটি পড়ে গেলে তিন আরোহী ছিটকে সড়কের ওপর পড়ে আহত হয়। এ সময় পিছন থেকে আসা বালু বোঝাই একটি ড্রাম্প ট্রাক নাহিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ নিহত হয়। নওগাঁয় ভটভটি চালক নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী এলাকায় ভটভটি উল্টে মোস্তাফা হোসেন নামে এক চালক নিহত হয়েছে। নিহত মোস্তফা জেলার মান্দা উপজেলার সুতীহাট মিরপুর গ্রামের আকরাম আলীর পুত্র। মহাদেরপুর বাজার থেকে হাট চকগৌরী বাজারে ভটভটি চালিয়ে যাবার পথে হাটচকগৌরী পৌঁছলে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোপালগঞ্জে ঠিকাদার নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ থেকে জানান, প্রাইভেট-কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সেতু বিশ্বাস (৩০) নামে এক ঠিকাদার নিহত ও তার চার বন্ধু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর গোপালগঞ্জ শহরের আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে সেতুকে পৌর-কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সোমবার রাত ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাটে সাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট থেকে জানান, পাঁচবিবি উপজেলার সমসাবাদে ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (৫০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার পাঁচবিবি-কয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম পাঁচবিবি উপজেলার সমসাবাদ গ্রামে হবিবর রহমানের ছেলে। পুলিশ জানায়, রবিউল ইসলাম বাড়ি থেকে সাইকেলে তার নিজ জমির ক্ষেত দেখার উদ্দেশে যাচ্ছিলেন। টঙ্গীতে স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, সোমবার রাত ১০ টার দিকে টঙ্গীর নোয়াগাঁও স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র রবিন (১৬) কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছে। রবিন বাসা থেকে বাইসাইকেল চালিয়ে বাজারে যাবার পথে টঙ্গী-সিলেট হাইওয়ে সড়কের টিএ্যান্ডটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রবিনের বাবার নাম লিটন মিয়া। তারা টিএ্যান্ডটি বাজার এলাকায় বসবাস করে আসছিল। তাদের দেশের বাড়ি জামালপর জেলার ইসলামপুর থানায়।
×