ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৯:৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২০

কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৫ ফেব্রুয়ারি ॥ কুষ্টিয়ায় নিজ গর্ভধারিণী মা বানেরা খাতুন ওরফে বানুকে (৪৫) হত্যার দায়ে ছেলেকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এক আদালতে এই রায় ঘোষণা করেন। ফাঁসির দ-প্রাপ্ত ওই আসামির নাম জুয়েল সরদার ওরফে জুয়েল রানা (২৯)। সে দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরদারের ছেলে। তাকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে দ- কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৮ সালের ২৩ সেস্টেম্বর দুপুরে দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামে নিজ বসতবাড়িতে মা বানেরা খাতুন ওরফে বানুকে হাঁসুয়া ও কোদালের ধারালো অংশ দিয়ে উপর্যুপরি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তারই সন্তান আসামি জুয়েল সরদার ওরফে জুয়েল রানা। এ বিষয়ে পরদিন বানেরা খাতুনের স্বামী আজিজুল সরদার বাদী হয়ে দৌলতপুর থানায় ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মাদারীপুরে মাদক বিক্রেতা নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, মনির হোসেনকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই দ-াদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত মনির হোসেন সদর উপজেলার আদিত্যপুর গ্রামের মৃত লালচাঁন মুন্সীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১২ আগস্ট মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আদিত্যপুর গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ৫০ গ্রাম হিরোইনসহ মনির, জাকির ও হেমায়েত নামে তিনজনকে আটক করা হয়।
×