ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দশমিনায় যুবদল পুলিশ সংঘর্ষ ॥ আহত ১৫

প্রকাশিত: ০৯:৩২, ২৬ ফেব্রুয়ারি ২০২০

দশমিনায় যুবদল পুলিশ সংঘর্ষ ॥ আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, গলাচিপা/ বাউফল, ২৫ ফেব্রুয়ারি ॥ পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরে মঙ্গলবার যুবদলের নেতাকর্মী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশসহ যুবদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ যুবদলের ২১ নেতাকর্মীকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০-১২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে। সংঘর্ষের এক পর্যায়ে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেলা ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ দাবি করেছে, অনুমতি ছাড়া সভা অনুষ্ঠানে নিষেধ করায় যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে যুবদল প্রথমে উপজেলা বিএনপির কার্যালয়ে কর্মিসভার কাজ শুরু করে। অনুমতি ছাড়া সভা করার বিষয়ে পুলিশ আপত্তি জানায়। এরপর যুবদল কর্মীরা উপজেলা পরিষদ এলাকায় সোনালী ব্যাংকের পিছনে একটি বাউ-ারি দেয়া বাসার মধ্যে কর্মিসভা শুরু করে। উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ৭-৮ শ’ নেতাকর্মী ও সমর্থক কর্মিসভায় যোগ দেয়। দশমিনা উপজেলা যুবদলের সভাপতি মোমেন তালুকদারের সভাপতিত্বে শুরু হওয়া কর্মিসভায় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আজিজুল হক আরজু, আক্তারুজ্জামান শামীম, সহ সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ প্রমুখ। বাগেরহাটে আগুনে ২২ দোকান পুড়ে ছাই স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলার চালিতাবুনিয়া বাজারে মঙ্গলবার ভোরে অগ্নিকা-ে ২২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। পরে শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতক্ষণে ২২টি দোকান পুড়ে কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দর্জি, রেডিমেড পোশাক, মুদি, ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রী, মোবাইল রিচার্জ ও চায়ের দোকান রয়েছে। দোকান মালিক জামাল হোসেন মুন্সি বলেন, যখন আগুন লাগার ঘটনা ঘটে তখন বাজারে বিদ্যুত ছিল না। আমরা ধারণা করছি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। শরণখোলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মেশফাকুল আলম বলেন, খবর পেয়ে মোরেলগঞ্জ ও শরণখোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।
×