ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় কাস্টমসের সাবেক কর্মকর্তা কারাগারে

প্রকাশিত: ০৯:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০২০

খুলনায় কাস্টমসের সাবেক কর্মকর্তা কারাগারে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা কাস্টমস হাউসের সাবেক কর্মকর্তা জিল্লুর রহিম খান ও তার স্ত্রী মমতাজ খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জজ (দায়রা জজ) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য জানান। দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মামলার বাদী ফয়সাল কাদের জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৬ সালে জিল্লুর রহিম খান ও তার স্ত্রী মমতাজ খানের সম্পত্তি অনুসন্ধান করে ১৬ লাখ ১৫ হাজার ৬৫০ টাকার অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তির তথ্য পায় দুদক। এ ঘটনায় ২০১৬ সালের ২১ জুলাই নগরীর সোনাডাঙ্গা থানায় মমতাজ খানকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় জিল্লুর রহিম খানকে অভিযুক্ত করে ২০১৯ সালের ৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় দুদক। মাদারীপুরে মাদক বিক্রেতার যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৫ ফেব্রুয়ারি ॥ মনির হোসেনকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই দ-াদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত মনির হোসেন সদর উপজেলার আদিত্যপুর গ্রামের মৃত লালচাঁন মুন্সীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১২ আগস্ট মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আদিত্যপুর গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ৫০ গ্রাম হিরোইনসহ মনির, জাকির ও হেমায়েত নামে তিনজনকে আটক করা হয়।
×