ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না’গঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে ব্যঙ্গচিত্র ॥ যুবক গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২০

না’গঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে ব্যঙ্গচিত্র ॥ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরে ফেসবুক আইডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ‘ব্যঙ্গচিত্র’ করার অভিযোগে গালিব হাসনাত নামে এক যুবকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন বন্দর থানায় বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। পুলিশ মঙ্গলবার বিকেলে অভিযুক্ত যুবক গালিব হাসনাতকে গ্রেফতার করেছে। গালিব হাসনাত বন্দরের হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের ছেলে। অভিযোগে জানা গেছে, গালিব হাসনাত নামে এক যুবক সম্প্রতি ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি ব্যাঙ্গচিত্র করে শেয়ার করেছেন। ছবি দুটি নিয়ে বন্দরের কদম রসূল এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত দুইদিন অভিযুক্ত গালিবের পিতার কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করার খবরও পাওয়া গেছে। এদিকে নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে চলে গেছেন গালিবের পুরো পরিবার। হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ূন কবির মৃধা বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। ঘটনার সঙ্গে অভিযুক্তের পিতার কোন সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। তাদের পুরো পরিবার এলাকা ছেড়ে চলে গেছেন বলে শুনেছি।
×