ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে একই পরিবারের হঠাৎ দুইজনের মৃত্যু

প্রকাশিত: ০৯:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০২০

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে একই পরিবারের হঠাৎ দুইজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় হঠাৎ অজ্ঞাত রোগে একই পরিবারের দুই গৃহবধুর মৃত্যু ও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)’র চার সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিমের সদস্যগন। আজ মঙ্গলবার সকালে তাঁরা নিহতদের বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং রক্ত ও তথ্য সংগ্রহ করেন। সেইসাথে হাসপাতালে চিকিৎসাধীন তিনজেনর সাথেও কথা বলেন । এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার, ঢাকা থেকে রোগতত্ত্ব বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার ওমর কাইয়ুম, কাজী তাহমিনা করিম, মেডিকেল টেকনোলজিস্ট কাজী মাসুম, মেডিকেল টেকনোলজিস্ট মনির উদ্দীন ও বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবুল কাশেম। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান জানান, ঢাকার মেডিক্যাল টিমের সদস্যগন ইতিমধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেছেন এবং তাদের শরীর থেকে রক্ত ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন। এছাড়া ঘটনাস্থলে গিয়েও তাঁরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। এরপর তারা সেই তথ্য ও নমুনাগুলো ঢাকায় নিয়ে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন। তারপর তারা রিপোর্ট দিলে জানা যাবে হঠাৎ দুইজনের মুত্যুর রহস্য। তবে আতংকিত হওয়ার কোন কারণ নেই বলে তিনি এলাকাবাসীকে আশ্বস্থ করেন।
×