ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মাদক মামলায় ৩ জনের ১৫ বছর করে কারাদণ্ড

প্রকাশিত: ০৯:৩৫, ২৬ ফেব্রুয়ারি ২০২০

চট্টগ্রামে মাদক মামলায় ৩ জনের ১৫ বছর করে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কর্ণফুলীর মোহনায় ট্রলার থেকে প্রায় ২৮ লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলায় তিন আসামির প্রত্যেককে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই রায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদ-ের আদেশ হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমানের আদালত মঙ্গলবার এ আদেশ প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, দ-াদেশপ্রাপ্তরা হলেন সাতকানিয়ার ছোট ঢেমশা গ্রামের আলী আহমেদ, রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকার মোঃ মহিউদ্দিন এবং পটিয়ার শিকলবাহা এলাকার হামিদ উল্লাহ। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি রাতে কর্ণফুলী নদীর মোহনায় একটি ট্রলারকে ধাওয়া দিয়ে আটক করে র‌্যাবের একটি টিম। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২৭ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। ট্রলার থেকেই গ্রেফতার করা হয় আলী আহমদ ও হামিদ উল্লাহকে। পরে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মহিউদ্দিন নামের অপরজনের নাম। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকেও গ্রেফতার করে র‌্যাব। সোনারগাঁয়ে নদী দখলের অভিযোগ মডার্ন গ্রুপের বিরুদ্ধে নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, ২৫ ফেব্রুয়ারি ॥ সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চারদিকে নদীবেষ্টিত নুনেরটেক এলাকার পার্শ্ববর্তী চর হাজী মৌজায় মেঘনা নদী দখলের অভিযোগে মডার্ন গ্রুপের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে মডার্ন গ্রুপের সকল ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, মেঘনা নদীর তীরবর্তী চরহাজী মৌজার কয়েক শ’ বিঘা জমিতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে মডার্ন গ্রুপ। কৃষকদের কাছ থেকে অনেক জমি না কিনেই তারা জোরপূর্বক গাছের গুঁড়ি ও টিনের বেড়া বাঁধ দিয়ে জেটি নির্মাণ করে ড্রেজারের মাধ্যমে বালি ভরাট করবেন এমন অভিযোগ করেছেন উপজেলা প্রশাসনের দফতরে।
×