ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টোকিও অলিম্পিকে করোনা ভাইরাস আতঙ্ক

প্রকাশিত: ০৯:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০২০

টোকিও অলিম্পিকে করোনা ভাইরাস আতঙ্ক

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই অলিম্পিকের ভবিষ্যত নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুই সংস্থাই জানিয়ে দিয়েছে, চরম প্রতিকূলতা সত্ত্বেও নির্ধারিত সূচী মেনেই অলিম্পিকের আয়োজন করা হবে টোকিওতে। প্রথমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পরে অলিম্পিক কমিটির তরফে জানিয়ে দেয়া হয়, অলিম্পিক টোকিও থেকে সরিয়ে নেয়ার কথা এখনও ভাবছে না তারা। বছরের শুরু থেকেই চীনে মহামারীর আকার ধারণ করেছে করোনাভাইরাস। শেষ খবর অনুযায়ী করোনা শুধু চীনেই প্রাণ কেড়েছে প্রায় তিন হাজারের বেশি মানুষের। চীনে আক্রান্ত ৬৫ হাজারের বেশি মানুষ। চীনসহ গোটা বিশ্বের গবেষকরা নেমে পড়েছেন করোনাভাইরাস রুখে দেয়ার ওষুধ তৈরিতে। চীনের গ-ি পেরিয়ে এই ভাইরাসের সংক্রমণ বিশ্বের অন্তত ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে। চলতি বছরের জুলাইয়ের শেষেই টোকিওতে অলিম্পিক শুরুর কথা। কিন্তু করোনা যে মহামারী আকার ধারণ করেছে তাতে অলিম্পিকের আয়োজন নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে, টোকিও এখনও পুরোপুরি নিরাপদ। তাই অলিম্পিক সরিয়ে নিয়ে যাওয়ার বা স্থগিত করে দেয়ার কোন প্রশ্নই উঠছে না। তবে করোনার কারণে আয়োজকদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। এ বছর অলিম্পিকে ২০০ দেশের প্রায় ১১০০ এ্যাথলেট অংশ নেবেন। টোকিও যাওয়ার কথা কয়েক হাজার বিদেশী দর্শকেরও। এ প্রসঙ্গে অলিম্পিক সংযোগকারী কমিটির চেয়ারম্যান জন কোটস বলছেন, ‘করোনাভাইরাসের জন্য নিয়মিত সকলের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে। এটা বিশাল কাজ।’ একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তথ্য দিয়েছে তার ভিত্তিতে অলিম্পিক নির্ধারিত সময়ে আয়োজন নিয়ে কোন সংশয় নেই। তবে চিন্তা থাকছে চীনের এ্যাথলেটদের নিয়ে। কারণ চীন থেকেই সবচেয়ে বেশি সংখ্যক এ্যাথলেট অলিম্পিকে অংশ নেবেন।
×