ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে গ্যাসের আগুনে বাড়ি পুড়ে ছাই

প্রকাশিত: ১০:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২০

ঈশ্বরদীতে গ্যাসের আগুনে বাড়ি পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, ঈশরদী ॥ ঈশ্বরদী শহরের পিয়ারাখালী জামতলা এলাকায় মঙ্গলবার বিকেলে গ্যাসের আগুনে পুড়ে একটি বসত বাড়ির তিনটি ঘর, আসবাবপত্র,ফিজ্র,টেলিভিশন, নগদ টাকা ও স্বর্ণালংকার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পিয়ারাখালী জামতলা এলাকার আব্দুল খালেকের বাড়িতে দুপুর ১২টায় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাড়িতে কেউ না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা কিরণ জানান, এ বাড়িতে মৃত আব্দুল খালেকের দুই ছেলে শামীম আক্তার লিটন ও মেহেদি হাসান নয়ন পরিবার নিয়ে বসবাস করতেন। টিনসেটের এই বাড়িতে তিনটি রুম ছিল। আগুনে ঘরের আসবাবপত্র, দুইটি টিভি, একটি ফ্রিজ, নগদ ৩০ হাজার টাকা, সোনা ও রূপার অলংকার পুড়ে গেছে। পরিবারের দাবি, আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
×