ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শীতে বিদ্যুত যাবে নেপালে, আসবে গরমে

প্রকাশিত: ১১:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০২০

শীতে বিদ্যুত যাবে নেপালে, আসবে গরমে

স্টাফ রিপোর্টার ॥ আগামী পাঁচ বছরের মধ্যে শীত মৌসুমে বাংলাদেশ থেকে নেপালে বিদ্যুত রফতানি করা হবে। আর গ্রীষ্মে নেপাল থেকে বিদ্যুত আমদানি করা হবে। মঙ্গলবার রাজধানীর গুলশানে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের সংগঠন বিমসটেকের আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধানমন্ত্রীর বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বঙ্গোপসাগরীয় অঞ্চলে জ্বালানি সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ঢাকায় বিমসটেক সচিবালয়ে দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। বিমসটেক ও সাউথ এশিয়া রিজিওনাল ইনেশিয়েটিভ ফর এনার্জি ইনটিগ্রেশন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিমসটেক সদস্য রাষ্ট্রের মধ্যে বিদ্যুতের অভিন্ন সঞ্চালন লাইন কিভাবে নির্মাণ করা যায় সেটাই আজকের আলোচনার অন্যতম বিষয়। বিদ্যুত উপদেষ্টা বলেন, বর্ষা মৌসুমে নেপাল জলবিদ্যুত দিতে পারবে, এ সময় আমাদের সর্বোচ্চ চাহিদা থাকে। শীতে জলবিদ্যুতের উৎপাদন কমে যায় তখন নেপালে বিদ্যুতের প্রয়োজন হয়। সে সময় নেপালে বিদ্যুত রফতানি করতে পারব। শীতে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা কম থাকে। বিমসটেক মহাসচিব এম শহীদুল ইসলাম বলেন, এ অঞ্চলের অভিন্ন সঞ্চালন ব্যবস্থা গড়ে তুলতে পারলে বিভিন্ন দেশ তার প্রয়োজনে বিদ্যুতের আমদানি ও রফতানি করতে পারবে। সরকারের বিদ্যুত বিভাগের নীতি প্রণয়নকারী প্রতিষ্ঠান পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বলেন, বিমসটেক একটি অভিন্ন সঞ্চালন লাইন প্রতিষ্ঠার ১৩ বছর ধরে আলাপ আলোচনা হচ্ছে, অগ্রগতি তেমন হয়নি। অথচ বাংলাদেশ ২০১০ সালে ভারত থেকে বিদ্যুত আমদানির আলোচনা শুরুর পর কিছু বছরের মধ্যে আমদানি শুরু করেছে। বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর এসব নিয়ে ভাবার সময় এসেছে। বঙ্গোপসাগরীয় অঞ্চল ঘিরে এই গোষ্ঠীর সদস্যদেশগুলো হলো বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ছাড়া বাকি দুই দেশ নেপাল ও ভুটান। দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে সদস্য দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন।
×