ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৪৬ হাজার বছর আগের

প্রকাশিত: ১১:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০

৪৬ হাজার বছর আগের

সাইবেরিয়া থেকে ৪৬ হাজার বছর আগের একটি পাখির অবিকৃত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এক শিকারি এই পাখির দেহটি খুঁজে পান। পরে উদ্ধার করে সেটি প্রাণিবিজ্ঞানীদের হাতে তুলে দেন। সেই সঙ্গে নিজের টুইটারে পাখিটির ছবি পোস্ট করেন। পাখিটির দেহ উত্তর-পূর্ব সাইবেরিয়ার বেলায়া গোরা এলাকায় একটি বরফের গুহার ২০০ মিটার ভেতরে বরফের প্রায় সাত মিটার নিচ থেকে উদ্ধার হয় বলে জানিয়েছেন লাভ ড্যালেন নামে ওই শিকারি। পাখিটির মৃতদেহ উদ্ধার করে তিনি সুইডিশ মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির বিজ্ঞানীদের হাতে তুলে দেন। পাখিটির সম্পর্কে বিস্তারিত জানতে নানা পরীক্ষা হয়। ডিএনএ ও রেডিওকার্বন ডেটিংয়ে জানা যায়, পাখিটির মৃতদেহের বয়স প্রায় ৪৬ হাজার বছর এবং এটি হর্নড লার্ক যার বিজ্ঞানসম্মত নাম ‘এরেমোফিলিয়া এ্যালপেসট্রিস’ বলে দাবি করা হয়েছে কমিউনিকেশন বায়োলজি নামক জার্নালে। -আনন্দবাজার
×