ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন কোরীয় নাগরিক

প্রকাশিত: ১১:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২০

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন কোরীয় নাগরিক

জনকণ্ঠ ডেস্ক ॥ জ্বর নিয়ে বাংলাদেশে আসার পর হাসপাতালে ভর্তি হওয়া দক্ষিণ কোরিয়ার নাগরিক পরীক্ষা-নিরীক্ষার পর বাসায় ফিরে গেছেন। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর বিডিনিউজের। তিনি বলেন, কুর্মিটোলা হাসপাতালে যে কোরিয়ান নাগরিক ভর্তি হয়েছিলেন, তার জ্বর ছিল। আমরা তাকে দুটো পরামর্শ দিই। তিনি হাসপাতালে থাকতে পারেন অথবা বাসায় হোম আইসোলেশনে থাকতে পারেন। তিনি আজকে বাসায় চলে গেছেন। ওই ব্যক্তি মঙ্গলবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর হেলথ স্ক্রীনিংয়ে জ্বর পাওয়া যায়। করোনাভাইরাসের অন্য কোন উপসর্গ না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে পাঠানো হয় কুর্মিটোলা হাসপাতালে।
×