ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএনপি ক্ষমতায় গেলে পিলখানা হত্যার সুষ্ঠু বিচার হবে ॥ ফখরুল

প্রকাশিত: ১১:৪৮, ২৬ ফেব্রুয়ারি ২০২০

বিএনপি ক্ষমতায় গেলে পিলখানা হত্যার সুষ্ঠু বিচার হবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি ক্ষমতায় গেলে নিরপেক্ষ তদন্ত করে পিলখানা হত্যার সুষ্ঠু বিচার করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে বনানী সেনা কবরস্থানে গিয়ে পিলখানা হত্যাকা-ে নিহত সেনা কর্মকর্তাদের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। অপর এক অনুষ্ঠানে সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তি দিন। মির্জা ফখরুল বলেন, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর মনোবলকে ভেঙ্গে দিতেই পিলখানা হত্যাকা- সংঘটিত হয়েছে। দেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্রের আপোসহীন নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি। বিএনপি মহাসচিব বলেন, বিডিআর হত্যাকা-ে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা বলেছেন, এই বিচার সুষ্ঠু হয়নি। এই ঘটনার জন্য সেনাবাহিনী থেকে ওই সময় যে তদন্ত কমিটি করা হয়েছিল তার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়নি। আমরাও মনে করি, এই বিচার সুষ্ঠু হয়নি। তাই বিএনপি ক্ষমতায় গেলে সুষ্ঠু তদন্ত করে এ হত্যাকা-ের বিচার করা হবে। মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তি দিন- ড. মোশাররফ ॥ সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তিনি গুরুতর অসুস্থ, তাই মানবিক বিবেচনায় তাকে মুক্তি দিন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ডেমোক্র্যাটিক মুভমেন্ট’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়ে খালেদা জিয়া কারাগারে আছেন। আমরা অবিলম্বে তার মুক্তি চাই। ড. মোশাররফ বলেন, সুজনের একটি রিপোর্টে দেখলাম, ঢাকা শহরের ৯৪ শতাংশ লোক মনে করে সিটি কর্পোরেশন নির্বাচন কোন নির্বাচন হয়নি। গণতন্ত্রের প্রধান একটি অংশ নির্বাচন, সেটাকে ধ্বংস করে দিয়েছে। রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে- নোমান ॥ রাজনৈতিক কারণে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী প্রজন্ম দল আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
×