ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএসটিআইর অভিযান

প্রকাশিত: ১১:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০২০

বিএসটিআইর অভিযান

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে দুটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ অনুযায়ী এ মামলা দায়ের করা হয়। মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিএসটিআইর স্কোয়াড অভিযান পরিচালনাকালে ৭ পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। বিএসটিআইর সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে পরিদর্শক পূজন কর্মকার অভিযানে অংশগ্রহণ করেন।- বিজ্ঞপ্তি নকল মোবাইল বিক্রিতে দন্ড স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন ব্র্যান্ডের নকল মোবাইল ফোন বিক্রি ও মজুদ করার অপরাধে রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে ৪৫ লাখ টাকা জরিমানা ও চারজনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় তিনটি দোকান সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম জানান, সোমবার দুপুর ১টা থেকে শুরু করে গভীররাত পর্যন্ত গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটে অভিযান চালানো হয়। এতে যৌথভাবে অভিযান পরিচালনা করেন বিটিআরসি ও র‌্যাব-৩। সরোয়ার আলম জানান, বিভিন্ন ব্র্যান্ডের নকল মোবাইল বিক্রি ও মজুদ করার অপরাধে মার্কেটে ৪৫ লাখ টাকা জরিমানা ও চারজনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। অভিযানকালে ৩ হাজার ৮৬৪ নকল মোবাইল জব্দ করা হয়।
×