ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতীয় দল নিয়ে বিরক্ত কপিল

প্রকাশিত: ১২:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০২০

ভারতীয় দল নিয়ে বিরক্ত কপিল

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফরে টি২০ সিরিজ জিতলেও তারপর থেকে হেরেই চলেছে ভারত। ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া বিরাট কোহলির দল ওয়েলিংটনে প্রথম টেস্টে হেরে গেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। দল নিয়ে উষ্মা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক কপিল দেব, ‘দলে কেন এত পরিবর্তন? দল এমনভাবে তৈরি করা হোক যাতে ক্রিকেটাররা আত্মবিশ্বাস পায়। একাধিক পরিবর্তনের কোন অর্থই নেই। টিম ম্যানেজমেন্ট ফরমেটভিত্তিক ক্রিকেটারদের দলে নেয়ার পক্ষপাতী। লোকেশ রাহুল দারুণ ফর্মে ছিল। কিন্তু টেস্ট সিরিজে ওকে বাইরে রেখেই দল নির্বাচন হচ্ছে। কোন ক্রিকেটার যখন ফর্মে রয়েছে তখন তো তাকে খেলানোই উচিত। কঠিন কন্ডিশনে পরিকল্পনায় এত ঘাটতি থাকলে আরও বিপদে পড়তে হবে’ বলেন তিনি। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে মাত্র চারদিনেই ১০ উইকেটের বড় হার মেনে নিতে পারছেন না ভারতের প্রথম বিশ্বকা পজী অধিনায়ক কপিল। রীতিমতো ক্ষোভের সুরে তিনি দল নির্বাচনের কঠোর সমালোচনা করেছেন। বিশেষ করে ইনফর্ম লোকেশ রাহুলকে কেন বাইরে রাখা হলো, সেটা নিয়ে ক্ষোভ জানিয়েছেন কপিল। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে রাহুল ২২৪ রান করেন। ওয়ানডে সিরিজের তিন ম্যাচে করেন ২০৪ রান। এই পারফর্মেন্সের পরও রাহুলের জায়গা হয়নি টেস্ট সিরিজে। অবশ্য প্রতিপক্ষ কিউইদের প্রশংসা করেছেন তিনি, ‘নিউজিল্যান্ডকে প্রশংসা না করে উপায় নেই। তিনটি ওয়ানডে এবং এই টেস্টে দারুণ খেলেছে ওরা।
×