ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিএলে হ্যাটট্রিক শিরোপা দক্ষিণাঞ্চলের

প্রকাশিত: ১২:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২০

বিসিএলে হ্যাটট্রিক শিরোপা দক্ষিণাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) অষ্টম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বিসিবি দক্ষিণাঞ্চল। ৫ দিনের ফাইনালের চতুর্থদিন প্রতিপক্ষ ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে দ্বিতীয় ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে দেয় তারা। ফলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চল জয় তুলে নেয় ১০৫ রানে। এর ফলে শিরোপার হ্যাটট্রিক করল গত দুই আসরেও চ্যাম্পিয়ন হওয়া দক্ষিণাঞ্চল। সবমিলিয়ে এই আসরে তারা ৫ বার শিরোপা জিতেছে। ওয়ালটন মধ্যাঞ্চল ২ বার এবং বিসিবি উত্তরাঞ্চল একবার শিরোপা জেতে। আর চতুর্থবারের মতো ফাইনালে উঠেও শিরোপা জিততে ব্যর্থ হলো পূর্বাঞ্চল। গত আসরেও ফাইনালে দক্ষিণাঞ্চলের কাছেই হেরেছিল দলটি। জয়ের জন্য পূর্বাঞ্চলকে ৩৫৪ রানের বিশাল টার্গেট দিয়েছিল দক্ষিণাঞ্চল। আগেরদিন দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১২৫ রান করে থেমেছে তারা। চতুর্থদিন তারা গুটিয়ে যায় মাত্র ১৪০ রানে। মেহেদী হাসান ৮৪ বলে ৫ চার, ২ ছক্কায় ৫৩ রান করেন। পূর্বাঞ্চলের হয়ে ৪টি করে উইকেট নেন দুই পেসার হাসান মাহমুদ ও আবু হায়দার রনি। তবে প্রথম ইনিংসে ৪৮৬ রান করে পূর্বাঞ্চলকে ২৭৩ রানে গুটিয়ে দেয়ার সুবাদে ৩৫৩ রানের লিড পায় দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংসে বোলারদের সাফল্যটা পূর্বাঞ্চলের ব্যাটসম্যানরা কাজে লাগাতে পারেননি। দলীয় ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। চতুর্থ উইকেটে ৮৫ রানের জুটি গড়েন আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদুল হাসান। কিন্তু ৪২ বলে ৩ চারে ৩১ করা আফিফকে শিকার করে ব্রেক থ্রু দেন মেহেদী। এরপর তানজিদ হাসান তামিম (১৭) দ্রুতই ফিরে গেছেন। মাহমুদুলও টিকতে পারেননি আর। তিনি ১০৪ বলে ১০ চার, ২ ছক্কায় সর্বোচ্চ ৮১ রান করেছিলেন। এরপর জাকির হাসান ৮১ বলে ৬ চারে ৪২ রানের লড়াকু ইনিংস খেলেছেন, কিন্তু আর কোন সঙ্গী পাননি তিনি। পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২৪৮ রানেই। শফিউল ইসলাম ও ফরহাদ রেজা ৩টি করে, মেহেদী ২টি উইকেট নেন। এবারের আসরের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলের ওপেনার এনামুল হক বিজয়। তিনি ৪ ম্যাচে ২ সেঞ্চুরি, ৩ হাফ সেঞ্চুরিতে সর্বাধিক ৫০১ রান করে আসরের সেরা ব্যাটসম্যানও হয়েছেন। আর আসরের সেরা বোলার শিরোপাধারী দক্ষিণাঞ্চলের অধিনায়ক ও বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি ৪ ম্যাচে শিকার করেছেন ২২ উইকেট। স্কোর ॥ দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল ফাইনাল (চট্টগ্রাম) দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস- ৪৮৬/১০; ১৩৯ ওভার (ফরহাদ ১০৩*, ফজলে রাব্বি ৮৬, শামসুর ৭৯, বিজয় ৭৬; আশরাফুল ২/১৩, সাকলাইন ২/৭৮, রুয়েল ২/৮৬) ও দ্বিতীয় ইনিংস- ১৪০/১০; ৩৫.১ ওভার (মেহেদী ৫৩, মাহমুদুল্লাহ ১৭; হাসান ৪/৩৫, রনি ৪/৫২, রুয়েল ২/২২)। পূর্বাঞ্চল প্রথম ইনিংস- ২৭৩/১০; ৮৬.৩ ওভার (তানজিদ ৮২, আফিফ ৪৭; রাজ্জাক ৭/১০২, শফিউল ২/৭২) ও দ্বিতীয় ইনিংস- ২৪৮/১০; ৬৮.৪ ওভার (মাহমুদুল ৮১, জাকির ৪২, আফিফ ৩১; শফিউল ৩/৫৬, মেহেদী ৩/৬৬, ফরহাদ ২/৫১)। ফল ॥ বিসিবি দক্ষিণাঞ্চল ১০৫ রানে জয়। ম্যাচসেরা ॥ ফরহাদ রেজা (বিসিবি দক্ষিণাঞ্চল)। সিরিজ ফল ॥ দক্ষিণাঞ্চল চ্যাম্পিয়ন। সিরিজসেরা ॥ এনামুল হক বিজয় (দক্ষিণাঞ্চল)। সেরা ব্যাটসম্যান ॥ এনামুল হক বিজয় (দক্ষিণাঞ্চল- ৪ ম্যাচে ৫০১ রান)। সেরা বোলার ॥ আব্দুর রাজ্জাক (দক্ষিণাঞ্চলের- ৪ ম্যাচে ২২ উইকেট)।
×