ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রাদার্সের প্রথম হার

ঘাম ঝরানো জয় বসুন্ধরা কিংসের

প্রকাশিত: ১২:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২০

ঘাম ঝরানো জয় বসুন্ধরা কিংসের

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক স্বস্তির ও ঘাম ঝরানো জয়ে হাঁপ ছেড়ে বেঁচেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগে বর্তমান শিরোপাধারী দল বসুন্ধরা কিংস। মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র খেলায় তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল এগিয়েছিল ২-০ গোলে। গত লীগেও দু’বারের মোকাবেলায় ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত গোপীবাগের দল ব্রাদার্সকে প্রতিবারই হারিয়েছিল ‘দ্য কিংস’ খ্যাত বসুন্ধরা (৫-০ এবং ২-০ গোলে)। এছাড়া সর্বশেষ মোকাবেলাতেও দু’বারের লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্সকে এই মাঠেই গত বছরের ১৯ ডিসেম্বর ১-০ গোলে হারিয়েছিল কিংসরা। সেটা ফেডারেশন কাপের গ্রুপ ম্যাচে। এবারের লীগে প্রথম ম্যাচে জিতে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে ড্র করে হোঁচট খায় কিংসরা। তবে তৃতীয় ম্যাচে এসে আবারও জয়ের ধারায় ফিরেছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। ৩ খেলায় ৭ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুগ্মভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো তারা। পক্ষান্তরে নিজেদের প্রথম দুই ম্যাচে ড্র করেছিল ব্রাদার্স। তৃতীয় ম্যাচে বসুন্ধরার কাছে হেরে চলতি লীগে প্রথম হারের স্বাদ পেল তারা। ৩ খেলায় তাদের সংগ্রহ ২ পয়েন্ট। মঙ্গলবার হারলেও দারুণ লড়াই করেছে ব্রাদার্স। কিংসকে বেশ বেগ দিয়েছে তারা। সুযোগ পেলেই প্রতি আক্রমণে উঠে কিংসের রক্ষণভাগে ত্রাসের সঞ্চার করছিল তারা। প্রথমার্ধে অবশ্য প্রাধান্য বিস্তার করে কিংসরাই। আর দ্বিতীয়ার্ধে দাপট নিয়ে খেলে ব্রাদার্স। কিন্তু গোলের প্রাপ্ত সুযোগ বেশি কাজে লাগানোর সুবাদে জয়ের হাসি হাসে বসুন্ধরাই। খেলায় গোল করে বসুন্ধরাকে এগিয়ে দেন মোহাম্মদ ইব্রাহিম। ম্যাচের তখন ১৭ মিনিট। বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের প্লেসিং শটে পোস্টে বল জড়ান ইব্রাহিম (১-০)। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবারও সেই ইব্রাহিম। সতীর্থ দলনায়ক ড্যানিয়েল কলিনড্রেসের পাস থেকে বল পেয়ে দ্রুত বক্সের ভেতর ঢুকে এগিয়ে আসা ব্রাদার্স গোলরক্ষককে কাটিয়ে বাঁ পায়ে কৌণিক শটে জালে বল ঠেলে দেন তিনি (২-০)। এরপর দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মধ্যেই আবারও গোল বসুন্ধরা। এবারের গোলদাতা কলিনড্রেস। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান এই উইঙ্গারের গোলটি ছিল বেশ বুদ্ধিদীপ্ত। সতীর্থ বিপলু আহমেদের ছোট পাস ধরে কলিনড্রেস বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন (৩-০)। ৬৩ মিনিটে বাঁদিক থেকে মোবারক হোসেনের ক্রস বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের শটে নাইজিরিয়ার ফরোয়ার্ড কিংসলে চিগোজি লক্ষ্যভেদ করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্রাদার্স (১-৩)। ৭৬ মিনিটে সতীর্থের ক্রসে অরূপ কুমার বৈদ্যর হেডে আনিসুর রহমান জিকো পরাস্ত হলে আরেকটু ব্যবধান কমায় ব্রাদার্স (২-৩)। জমে ওঠে ম্যাচ। কিন্তু অনেক চেষ্টা করেও আর কোন গোল করতে পারেনি তারা। শেষ পর্যন্ত রেফারি জালালউদ্দিন খেলা শেষের বাঁশি বাজালে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কিংসরা।
×