ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দু’টি বইয়ের বিক্রি ও প্রকাশনা নিষিদ্ধ করলেন হাইকোর্ট

প্রকাশিত: ০১:২৫, ২৬ ফেব্রুয়ারি ২০২০

দু’টি বইয়ের বিক্রি ও প্রকাশনা নিষিদ্ধ করলেন হাইকোর্ট

অনলাইন রিপোর্টার ॥ ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতায় আঘাতের অভিযোগ ওঠায় দিয়র্ষি আরাগের লেখা ‘নানীর বাণী’ ও ‘দি আরেফিন’ বই দু’টির প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। এছাড়া একুশে বইমেলা থেকে বই দু’টি সরিয়ে নিতে বাংলা একাডেমির মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ও নারায়ণগঞ্জের ডিসি-এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে। বই দুটির বিষয়ে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালতে বই দু’টির আপত্তিকর দিকগুলো তুলে ধরেন আইনজীবী আজহার উল্লাহ ভূইঁয়া। পরে তিনি জানান, বই দু’টি মানুষের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তি স্বাধীনতায় আঘাত করেছে। আইনজীবীদের পক্ষে বিষয়টি আদালতের নজরে এনেছি। আদালত বিষয়টি আমলে নিয়ে আদেশ দেন।
×