ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়কে ৪ লেন করতে ক্রয় প্রস্তাব অনুমোদন

প্রকাশিত: ১৩:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২০

যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়কে ৪ লেন করতে ক্রয় প্রস্তাব অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ যাত্রাবাড়ী থেকে ডেমরা মহাসড়ক চারলেনে উন্নীত করতে একটি প্রকল্পের পূর্তকাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ৩৩২ কোটি ১২ লাখ টাকা। বিদ্যমান চুক্তির আওতায় এক হাজার ৩২৯ কোটি টাকা ব্যয়ে সৌদি আরব থেকে সাড়ে চার লাখ টন ডিএপি সার আমদানিতে সায় দেয়া হয়েছে। এছাড়া জরুরীভিত্তিতে টোল ব্যবস্থায় অটোমেশনসহ গাড়িতে প্রিপ্রেইড মিটার লাগানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমাদের দেশে মানুষের টোল দিতে কোন আপত্তি নেই। তবে সমস্যা হলো আমরা এখনও অটোমেশন করতে পারি নাই। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবসহ মোট সাতটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, যাত্রাবাড়ী (মেয়র হানিফ ফ্লাইওভার)-ডেমরা (সুলতানা কামাল সেতু) মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণে প্রকল্পে পূর্তকাজ সম্পাদনের জন্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশনকে কাজ দেয়ার অনুমোদন করা হয়েছে।
×