ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস ॥ ঝুঁকি এড়াতে জাপানের সব স্কুল বন্ধ

প্রকাশিত: ০৪:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২০

করোনা ভাইরাস ॥ ঝুঁকি এড়াতে জাপানের সব স্কুল বন্ধ

অনলাইন ডেস্ক ॥ জাপানে ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় স্কুলের শিশুদের রক্ষা করতে জাপানের সব স্কুল বন্ধ করা হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে করোনা ভাইরাস আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে জাপান। দেশের সব স্কুল আগামী সোমবার থেকে বন্ধ করার বিষয়টি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বৃহস্পতিবার এক ঘোষণায় জানান। আগামী মার্চের শেষ পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে। এতে প্রায় এক কোটি ৩০ লাখ জাপানি শিক্ষার্থীকে আপাতত স্কুলে যেতে হচ্ছে না। করোনা ভাইরাসে জাপানের ৯ শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এতে জাপানজুড়ে সর্তকতা জারি করা হয়েছে। স্কুল বন্ধের ঘোষণা দিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, প্রতিটি অঞ্চলে শিশুদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
×