ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাতীবান্ধায় বাংলাদেশ তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের যাত্রা শুরু

প্রকাশিত: ০৭:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২০

হাতীবান্ধায় বাংলাদেশ তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের যাত্রা শুরু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাট জেলার হাতীবান্ধায় উপজেলায় বড়খাতায় বাংলাদেশ-তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় যাত্রা শুরু করেছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি প্রধান অতিথি হিসেবে এই কারিগরি ইনস্টিটিউটটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। বাংলাদেশ তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শুভসূচনা উপলক্ষে বড়খাতায় সন্ধ্যা সাড়ে ৬টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি, লালমননিরহাট-১ আসনের সাংসদ সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এইচ পি মোস্তফা ওসমান তরুন, পুলিশ সুপার সাবিদা সুলতানা, ইউএনও মো. মশিউর রহমান, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণসহ স্থানীয় সুধীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কারিগরি প্রতিষ্ঠানটিতে গ্র্যাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডিবপ্লোবম্যান, ডিজিটাল র্মাকেটিং, এসএইও, ইলেক্ট্রিক মোবাইল ফিক্সসিং, ফ্রিডিজ সার্ভেসিং, ইলেক্ট্রিক ফিক্সসিং, টিভি এন্ড রেড়িও সার্ভিসিং, করিয়ান ল্যাংগুয়েস ও জাপানি ল্যাংগুয়েস বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হবে। অনুষ্ঠানের সমন্বয়ক আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদ জানান, এ অঞ্চলের শিক্ষিত ও স্বল্প শিক্ষিত নারী-পুরুষদের কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করছে। প্রশিক্ষণের দ্বারা দক্ষ জনশক্তি তৈরীর মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তোলাই আমাদের উদ্দেশ্য। আজ থেকে এই প্রতিষ্ঠানের কার্যক্রম পুরোদমে চালু হলো।
×