ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিজিটাল উদ্যোক্তা কৌশল ॥ হেমীর ‘ফায়ার ইউর বস’

প্রকাশিত: ০৭:৫৫, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 ডিজিটাল উদ্যোক্তা কৌশল ॥ হেমীর ‘ফায়ার ইউর বস’

কেমন হয় যদি আপনার কাছে এমন একটি গাইডলাইন থাকে যেটা আপনাকে ডিজিটাল উদ্যোক্তা হওয়ার সকল কৌশল শেখাবে অথবা যদি আপনি আপনার পছন্দকে ব্যবসায়ে পরিনত করে ফেলতে পারেন, যেটা আপনার আয় প্রায় দশ গুন বাড়িয়ে দিবে। কিভাবে এক্কেবারে জিরো থেকে একটি সাফল্যমণ্ডিত জীবন গঠন করা যায়,তাহলে আপনার জন্যই হেমী হোসাইনের,‘ফায়ার ইউর বসঃ ট্রানজিশন ফ্রম এমপপ্লয়ী টু ডিজিটাল এন্টারপ্রেনার’ বইটি। বইটি প্রকাশিত হয়েছে অস্ট্রেলীয়ার বিখ্যাত প্রকাশনী ডিন পাব্লিকেশন্স থেকে। বইটি প্রকাশ হওয়ার জায়গা করে নেয় বিশ্বের অন্যতম জায়ান্ট ইকমার্স সাইট এ্যামাজনের বেস্ট সেলার লিস্টে। ‘গ্রো উইথ হেমী’ ডিজিটাল এই যুগে এন্টারপ্রেনারদের জগতে একটি সুপরিচিত নাম। এই ব্যাতিক্রমী প্রতিষ্ঠানটি শুধু একজন উদ্যোক্তা অথবা সাধারন উদ্যোক্তা হতে ডিজিটাল উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ নয় বরং একটি পরামর্শ দাতা প্রতিষ্ঠান হিসেবেও কাজ করে। বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের প্রয়োজনীয় স্কিল যা একটি সফল বিজনেসের জন্য মুখ্য ভূমিকা রাখে সেই ট্রেনিং দিয়ে আসছে এবং ডিজিটাল কৌশলগুলোর রদবদলের মাধ্যমে তাদেরকে ডিজিটাল উদ্যোক্তা হিসেবে নেতৃত্ব প্রদানে সাহায্য করে যাচ্ছে। এন্টারপ্রেনারের ডিপ্লোমা সার্টিফিকেটও প্রদান করছে হেমী হোসাইনের এই প্রতিষ্ঠানটি,তাও আবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের মাধ্যমে। বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রাম থেকে উঠে আসা এক তরুনের সংগ্রাম এবং জীবনের প্রতিটি পদক্ষেপে নিজেকে এগিয়ে নিয়ে লক্ষ্যে পৌছানোর উদ্দেশ্যে তার নিরলস পরিশ্রম ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছেন। বর্তমান যুগে ডিজিটাল উদ্যোক্তাদের গুরুত্ব এবং কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় তা হেমী হোসাইনের এই বইটিতে সুস্পষ্ট ভাবে উল্লেখ করা আছে। আপনি যদি মনে করে থাকেন আপনার দ্বারা লক্ষ্যে পৌছানো সম্ভব না,আবার চিন্তা করুন,ভেবে দেখুন। গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ যে খুব নগন্য ইংরেজী দক্ষতা নিয়ে হতে পেরেছে একজন সফল ডিজিটাল উদ্যোক্তা, একজন ইন্টারন্যাশনাল ট্রেইনার ,বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দেশেই বেশ কিছু প্রতিষ্ঠানের মালিক হয়েছেন এবং খ্যাতি লাভ করেছেন। বাংলাদেশে ডিজিটাল উদ্যোক্তাদের কমিউনিটিকে আরো শক্তিশালী করার মূল উদ্দেশ্যেই এইবারের বই মেলায় হেমী হোসাইন প্রকাশ করেছেন ‘ফায়ার ইউর বসঃ ট্রানসিশন ফ্রম এমপ্লোয়ী টু ডিজিটাল এন্টারপ্রেনার’। বইটি পাওয়া যাবে ন্যাশনাল পাব্লিকেশন্স এর ৪৩২ নং স্টলে ।
×