ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী সরকারি কলেজে হীরক জয়ন্তী উৎসব

প্রকাশিত: ০৮:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২০

পটুয়াখালী সরকারি কলেজে হীরক জয়ন্তী উৎসব

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ ঐতিহ্যবাহী পটুয়াখালী সরকারি কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষে এলামনাই এসোসিয়েশন পটুয়াখালী সরকারি কলেজ এর উদ্যোগে ২দিন ব্যাপী (২৮ ও ২৯ ফেব্রুয়ারী) হীরক জয়ন্তী উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে কলেজ গেটের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় কলেজ গেটে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে দুই দিন ব্যাপী হীরক জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ এ্যাড. মোঃ শাহজাহান মিয়া। পরে উদ্বোধনী সভায় হীরক জয়ন্তীর উৎসবের আহবায়ক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুর রশীদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এলামনাই এনোসিয়েশনের আহবায়ক সিনিয়র জেলা ও দায়রা জজ জয়পুরহাট এম,এ রব হাওলাদার। উদ্বোধকের বক্তব্য রাখেন আলহাজ্ব এ্যাড. মোঃ শাহজাহান মিয়া এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, এলামনাই এনোসিয়েশনের যুগ্ম আহবায়ক ও সাবেক অধ্যক্ষ পটুয়াখালী সরকারি কলেজ এম. নুরুল ইসলাম, এলামনাই এনোসিয়েশনের অর্থ উপ-কমিটির আহবায়ক সাবেক পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, এলামনাই এনোসিয়েশনের সদস্য সচিব ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম, এলামনাই এনোসিয়েশনের ম্যাগাজিন কমিটির আহবায়ক সৈয়দ মোঃ বাবর, অফিস সেক্রেটারী ও সহকারি অধ্যাপক সেলিনা আক্তার পটুয়াখালী সরকারী কলেজের উপাধ্যক্ষ শাহ আলমগীর, এলামনাই এনোসিয়েশনের প্রচার উপ-কমিটির সদস্য সচিব সাবেক উপাধ্যক্ষ আবুল কালাম মৃধা, এলামনাই এনোসিয়েশনের অফিস সেক্রেটারী ও পটুয়াখালী সরকারী কলেজের সহকারি অধ্যাপক সেলিনা আক্তার প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার আরজু ও সাধারন সম্পাদক মোঃ কাজী ইমরান। এসময় উপস্থিত ছিলেন এলামনাই এনোসিয়েশনের সদর উপজেলা সদস্য সচিব মোঃ মোখলেচুর রহমান, এলামনাই এনোসিয়েশনের নিরিক্ষ কমিটির আবহবায়ক উপাধ্যক্ষ মোঃ সেলিম মৃধাসহ এলামনাই এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ, পটুয়াখালী সরকারি কলেজের সাবেক শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ, কলেজের বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। যেন জন সমুদ্রে পরিনত হয়েছে পটুয়াখালী সরকারি কলেজ।
×