ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ফ্ল্যাট মালিকদের কাছে চাঁদা দাবি, গ্রেফতার ২

প্রকাশিত: ০৮:১২, ২৯ ফেব্রুয়ারি ২০২০

কক্সবাজারে ফ্ল্যাট  মালিকদের কাছে  চাঁদা দাবি,  গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের কলাতলী এলাকায় প্রকাশ্যে হুমকি দিয়ে চল্লিশ ফ্ল্যাট মালিকের কাছ থেকে চাঁদা দাবির অপরাধে প্লট মালিক দেলোয়ার হোসেনের দুই পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সদর মডেল থানা পুলিশ শুক্রবার ভোরে বাহারছড়া এলাকা থেকে মোঃ সাদ ও মোঃ আনাস নামে দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। জানা যায়, শহরের কলাতলী রোডে গণপূর্ত বিভাগের লিজ নেয়া (‘এ’ ব্লকের ১৩নং প্লট) দেলোয়ার হোসেনের (দেলোয়ার প্রাডাইস) ভূমির ওপর দালান নির্মাণ করাকালীন ৪০ ক্রেতা ডেভেলপারের কাছ থেকে ৪০টি এ্যাপার্টমেন্ট ক্রয় করে কয়েক বছর ধরে ভোগ দখল করে আসছিলেন। পরবর্তীতে ওইসব এ্যাপার্টমেন্টের ওপর ল্যান্ড ওনার দেলোয়ারের লোলুপ দৃষ্টি পড়ে। কোন কারণ ছাড়া ফ্ল্যাট মালিকদের ওইসব ফ্ল্যাটে বিদ্যুত-পানি ইত্যাদি লাইন কেটে দিয়ে হয়রানি করতে থাকে। ফ্ল্যাটগুলো জবরদখলে নিতে ফন্দি আঁটে ল্যান্ড ওনার দেলোয়ার হোসেন। এদিকে ফ্ল্যাট মালিকদের আবেদনের প্রেক্ষিতে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গণপূর্ত প্রকৌশলীসহ চার সরকারী কর্মকর্তা সোমবার বিকেলে ওইসব ফ্ল্যাটের স্পেস পরিমাপ করতে গেলে ল্যান্ড ওনার দেলোয়ার এতে বাধা প্রদান করে। হুমকি দিয়ে ফ্ল্যাট মালিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদসহ সবাইকে বের করে দেয়া হয়। তিনি জোর গলায় বলতে থাকেন ফ্ল্যাট ভোগদখল ও ভাড়া দিতে গেলে তাকে (দেলোয়ার) প্রতি মাসে ৩ লাখ ৬০ হাজার টাকা করে চাঁদা দিতে হবে। এ ঘটনায় সালাহ উদ্দিন আহমদ সদর মডেল থানায় এজাহার দিলে পুলিশ তদন্তক্রমে ঘটনার সত্যতা পেয়ে দেলোয়ার হোসেনের দুই পুত্রকে শুক্রবার ভোরে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে যায়।
×