ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্লীলতাহানি ॥ শিক্ষকের গলায় জুতারমালা

প্রকাশিত: ০৮:১৪, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 শ্লীলতাহানি ॥ শিক্ষকের গলায় জুতারমালা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৮ ফেব্রুয়ারি ॥ রাজৈরে এক শরীরচর্চা শিক্ষক শুধাংশু কুমার হিরার বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রীর স্বজন ও এলাকাবাসী ওই শিক্ষককে ধাওয়া করে বেদম মারপিট করে এবং গলায় জুতার মালা পরিয়ে স্থানীয় পুলিশে সোপর্দ করে। শুক্রবার সকালে উপজেলার কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার সকালে রাজৈর উপজেলার কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের শিক্ষক শুধাংশু কুমার হিরা (৪৫) ৩ থেকে ৪ জন ছাত্রীকে প্রাইভেট পড়ায়। প্রাইভেট পড়া শেষে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে কথা আছে বলে বিদ্যালয়ের দোতালায় ডেকে নিয়ে যায় এবং শ্লীলতাহানি করে। এ ঘটনা ওই ছাত্রী বাড়ি গিয়ে মাকে জানালে মা স্বজনদের জানায়। এ ঘটনা প্রকাশ হলে অভিযুক্ত শিক্ষক শুধাংশু কুমার হিরা পালিয়ে যেতে চেষ্টা করে। পরে তার স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে ধাওয়া করে ধরে বেদম মারপিট শেষে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে ছাত্র ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। শাস্তির আশ্বাস দিলে ছাত্ররা আন্দোলন ও মিছিল বন্ধ করে দেয়।
×