ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান ২৬ দিনেও মেলেনি

প্রকাশিত: ০৮:১৫, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 নিখোঁজ ব্যবসায়ীর  সন্ধান ২৬ দিনেও মেলেনি

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শেরপুর থেকে নিখোঁজ ওষুধ ব্যবসায়ীর ২৬ দিনেও সন্ধান মিলেনি। এ নিয়ে স্বজনরা চিন্তিত হয়ে পড়ছেন। নিখোঁজ ব্যবসায়ী জিম আল ইসলাম নির্ঝরের (২৬) সন্ধানের দাবিতে এলাকাবাসী ইতোপূর্বে মানববন্ধনও করেছেন। তবে এখন পর্যন্ত পুলিশের তদন্তে সাফল্য আসেনি। দীর্ঘ সময় খোঁজ না পেয়ে পরিবার শঙ্কায় দিন কাটাচ্ছেন। শেরপুর উপজেলার টাউন কলোনি এলাকার ডাঃ নাহিদ রানার ছেলে ওষুধ ব্যবসায়ী জিম আল ইসলাম নিখোঁজ হন ২ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে। এক সন্তানের জনক এই ওষুধ ব্যবসায়ীর প্রতিষ্ঠান নির্ঝর ফার্মেসি শেরপুর পৌর এলাকার নয়াপাড়ায়। ফার্মেসি বন্ধ করে তিনি ওই রাতে ব্যবসায়িক কাজে শহরের ধুনট মোড় এলাকায় গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। এরপর থেকে তিনি নিখোঁজ হন। তার ৩টি মোবাইলফোনও বন্ধ। পরের দিন তার পরিবারের পক্ষ থেকে শেরপুর থানায় বিষয়টি লিখিতভাবে অবহিত করা হলে পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু দীর্ঘদিনেও পুলিশ তার অবস্থান এবং কি কারণে নিখোঁজ হয়েছে তা নিশ্চিত হতে পারেনি। তার সন্ধানের দাবিতে ১৭ ফেব্রুয়ারি এলাকাবাসী শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি মানববন্ধন করেন। তারা অবিলম্বে নিখোঁজ ওষুধ ব্যবসায়ীকে খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানালেও ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে নিখোঁজ ওষুধ ব্যবসায়ীর পিতা ডাঃ নাহিদ রানা জানান, বড় ছেলে নির্ঝরের ওপরেই সংসার চলে। দীর্ঘদিনেও ছেলের সন্ধান না পেয়ে পুরো পরিবার অসহায় ও ভেঙ্গে পড়েছে। ছেলের চিন্তায় তার স্ত্রী (ব্যবসায়ীর মা) শয্যাশায়ী হয়ে পড়েছেন। এ বিষয়ে শেরপুর-ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, তারা বিষয়টি গুরত্বের সঙ্গে তদন্ত করছেন। ব্যবসায়ী নির্ঝর আত্মগোপন করেছেন না তার সঙ্গে অন্য কিছু হয়েছে তা দ্রুতই উদ্্ঘাটন হবে।
×