ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সমস্যায় জর্জরিত বাউফল সরকারী কলেজ

প্রকাশিত: ০৮:১৫, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 সমস্যায় জর্জরিত বাউফল সরকারী কলেজ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৮ ফেব্রুয়ারি ॥ নানা সমস্যায় জর্জরিত বাউফল সরকারী কলেজ। অধ্যক্ষ ও উপধ্যক্ষসহ চার বিষয়ে কোন শিক্ষক নেই। প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবন ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীদের কমন রুম, লাইব্রেরি রুম ও বিজ্ঞানাগার নেই। পর্যাপ্ত বেঞ্চের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৬৬ সালে বাউফল কলেজ প্রতিষ্ঠিত হয়। এরপর ২০১৬ সালে কলেজটি সরকারীকরণ করা হয়। বর্তমানে এই কলেজে প্রায় ৪ হাজার শিক্ষার্থী রয়েছে। শিক্ষক আছেন ২৯ জন। কর্মচারী আছে ১২ জন। এর মধ্যে আবার ৫ জন কর্মচারী চুক্তিভিত্তিক। এক সময়ে এই কলেজটির ঐতিহ্য থাকলেও এখন তা ভাটা পড়েছে। শিক্ষকদের মধ্যে দলাদলি ও তাদের কলেজে অনিয়মিত উপস্থিতির কারণে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। দীর্ঘ ১১ বছর পর এই কলেজে পটুয়াখালী সরকারী কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রফিকুল ইসলামকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হলেও অদৃশ্য কারণে যোগদানের ২৭ দিনের মাথায় তাকে আবার বদলি করা হয়। অধ্যক্ষ ছাড়াও এ কলেজে উপাধ্যক্ষসহ ভূগোল, অর্থনীতি, ব্যবস্থাপনা ও কেমিস্ট্রি বিষয়ের কোন শিক্ষক নেই। অনার্সে বাংলা, সামাজ বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে চাহিদা অনুযায়ী শিক্ষক নেই। শিক্ষার্থী অনুযায়ী ৫শ’ জোড়া বেঞ্চ থাকার কথা থাকলেও আছে মাত্র দেড় শ’ জোড়া। এই কলেজের দ্বিতল ভবন বিশিষ্ট প্রশাসনিক ও একাডেমিক ভবনের বেহাল অবস্থা। দেয়ালের প্লাস্টার খসে গিয়ে রড বেরিয়ে গেছে। বিম, কলাম ও দেয়ালে ফাটল ধরেছে। পাশে পুকুর থাকায় ভবনের পূর্ব পাশের একটি অংশ দেবে গেছে। যে কোন সময় ভবনটি ধসে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও কলেজটির পশ্চিম পাশে চারতলা বিশিষ্ট আরেকটি একাডেমিক ভবনেরও একই অবস্থা। এই ভবনটি ৮-১০ বছর আগে নির্মাণ করা হয়। মান নিয়ন্ত্রণ না করে ভবনটি নির্মাণ করায় কয়েক বছরের মধ্যে তা বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এই ভবনটির চারতলার ছাদে একটি মোবাইল কোম্পানির টাওয়ার রয়েছে। এই টাওয়ারটির কারণে ভবনটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অধ্যক্ষের বাস ভবনে থাকছেন বহিরাগত। এই বাস ভবনের কোন ভাড়া পরিশোধ করা হচ্ছে না।
×