ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দরে ৩৫ লাখ টাকার সিগারেট আটক

প্রকাশিত: ০৮:১৬, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 চট্টগ্রাম বিমানবন্দরে  ৩৫ লাখ টাকার  সিগারেট  আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছে প্রায় ৩৫ লাখ টাকার ১৮শ কার্টন সিগারেট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে এগুলো মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে আসে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে এনএসআই টিম এবং কাস্টমস শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা সিগারেটগুলো আটক করে। বিমানবন্দর সূত্রে জানা যায়, দুবাই থেকে শুক্রবার সকালে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ১৪৮’ ফ্লাইটে আসে ৭০৫ কার্টন সিগারেট। এর মধ্যে যাত্রী ইকবাল কবিরের কাছে ১৪৫ কার্টন, সাইফুল ইসলামের কাছে ২৮০ কার্টন, সুমনের কাছে ২৮০ কার্টন ইজি ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের মূল্য প্রায় ২ হাজার টাকা দরে মোট সিগারেটের মূল্য প্রায় ১৪ লাখ টাকা। এর আগে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় ১ হাজার ৯৫ কার্টন সিগারেট। এগুলো আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে।
×