ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বীর মোহন উচ্চ বিদ্যালয়ের শততম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার

প্রকাশিত: ০৮:১৬, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 বীর মোহন উচ্চ বিদ্যালয়ের শততম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শততম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী মঙ্গলবার। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ও জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার জন্য ১৯১৯ সালে বিশিষ্ট সমাজসেবক রায় বাহাদুর কানীকান্তা চট্টোপাধ্যায় প্রতিষ্ঠা করেন এই বিদ্যালয়। এই ঐতিহাসিক বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্বীকৃতি লাভ করে ১৯২৩ সালে। কালকিনি থানার এটিই সর্বপ্রথম বিদ্যালয়। বীরমোহন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন হতেই শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে কবি সাহিত্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক, সচিবসহ বহু কৃতী প্রাক্তন ছাত্র দেশ-বিদেশে সুনামের সঙ্গে অবস্থান করছেন। বিদ্যালয়ের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, বিশেষ অতিথি এমপি ড. আবদুস সোবহান গোলাপ ও এমপি অধ্যাপিকাা তাহমিনা সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক, শেখ মুজিবুর রহমান, এনডিসি সচিব (সমন্বয় ও সংস্কার) মন্ত্রিপরিষদ বিভাগ। বিজ্ঞপ্তি।
×