ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে প্রোটিয়া মেয়েদের বিশ্বরেকর্ড

প্রকাশিত: ০৮:২৪, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 বিশ্বকাপে প্রোটিয়া মেয়েদের বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ায় চলমান নারী টি২০ বিশ্বকাপে বড় এবং ছোট দলগুলোর শক্তির পার্থক্য যেমন স্পষ্ট হয়ে উঠছে, তেমনি জমে উঠেছে রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলাও। দুদিন আগে বাংলাদেশকে নাকানি-চুবানি খাইয়ে এবারের আসরে সর্বোচ্চ ১৮৯/১ রানের স্কোর গড়েছিল স্বাগতিক অসিরা। শুক্রবার টাইগ্রেসদের সেই লজ্জা থেকে বাঁচিয়ে দিয়েছে থাইল্যান্ড প্রমীলা দল। ৩ উইকেটে ১৯৫ রান করার পর প্রতিপক্ষ থাইদের ৮২ রানে গুটিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকান মেয়েরা জিতেছে ১১৩ রানের বিশাল ব্যবধানে। এবারের আসরেই শুধু নয়, মেয়েদের টি২০ বিশ্বকাপে উভয় ক্ষেত্রেই যা নতুন বিশ্বরেকর্ড। মাত্র ৬০ বলে ১০১ রানের ম্যারাথন ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ওপেনার লিজল লি। দিনের অপর ম্যাচে পাকিস্তানকে ৪২ রানে হারিয়েছে ইংল্যান্ডের মেয়েরা। ৭ উইকেটে ১৫৮ রান তোলার পর পাকিদের ১১৬ রানে থামিয়ে দিয়েছে হিদার নাইটের দল। বুধবার থাইল্যান্ডের বিপক্ষে ৯৮ রানে জিতেছিল ইংল্যান্ড। নারী টি২০ বিশ্বকাপে সেটিই ছিল সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। সেটি ৪৮ ঘণ্টাও টিকতে দিল না প্রোটিয়ারা। শুক্রবার ক্যানবেরায় থাইল্যান্ডকে ১১৩ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জায় ডুবিয়েছে দক্ষিণ আফ্রিকা। যা কিনা নারী টি২০ বিশ্বকাপের ইতিহাসে বড় ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড। নিজেদের ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছিল প্রোটিয়ারা। নারীদের বিশ্বকাপে এটিই দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। আগে যেটি ছিল ভারতের দখলে, ১৯৮/৫Ñ নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৮ সালে। প্রোটিয়াদের রানপাহাড়ে বসানোর মূল কৃতিত্ব ওপেনার লিজল লি’র। মাত্র ১৬ ওভার ব্যাটিং করেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। অধিনায়ক ড্যান ফন নিকার্ক (৭ বলে ২) দলীয় ১৩ রানে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন। যা থাই নারীদের দিয়েছিল উৎসবের উপলক্ষ। তবে দ্বিতীয় উইকেটেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন লিজল লি ও সুন লুস। দুজন মিলে যোগ করেন ১৩১ রান। যা কিনা বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে দলীয় ১৪৪ রানের মাথায় লিজল লি’র আউটে ভাঙ্গে জুটি। আউট হওয়ার আগে ১৬ চার ও ৩ ছক্কায় ৬০ বলে ১০১ রান করেন ডানহাতি ওপেনার। তিনি সাজঘরে ফিরলেও দলকে রেকর্ড সংগ্রহ এনে দেন সুন লুস ও কোল ট্রায়ন। লুস খেলেন ৪১ বলে ৬১ রানের ইনিংস। ঝড়ো ক্যামিওতে ১১ বলে ২৪ রান ট্রায়নের। জবাবে থাইল্যান্ডের নারী দল ৮২ রানে অলআউট হয়েছে ৫ বল বল বাকি থাকতেই। সর্বোচ্চ ২৬ রান করেছেন অনিচা কামচম্পু। এছাড়া দুই অঙ্ক ছোঁয়া আরেক ব্যাটসম্যান চানিদা সুথিরয়াং করেন ১৩ রান। ৩টি করে উইকেট নিয়েছেন সুন লুস ও শবনম ইসমাইল।
×