ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ০৯:২১, ২৯ ফেব্রুয়ারি ২০২০

  পাবনায় সড়ক  দুর্ঘটনায়  নিহত ২

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৮ ফেব্রুয়ারি ॥ পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার মধুপুর এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতরা হলেন-আতাইকুলা থানার মধুপুর গ্রামের আব্দুল হামিদ (৪০) ও একই থানার ভবানীপুর গ্রামের বাবু হোসেন (৫০)। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আহতদের রাজশাহী ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শুক্রবার ভোর ৬টার দিকে যাত্রী বোঝাই একটি সিএনজি চালিত অটোরিক্সা পাবনা শহরের দিকে আসছিল। সিএনজি চালিত অটোরিক্সাটি পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলার মধুপুর নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল হামিদ নামের একজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবু হোসেন নামের আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের মধ্যে শরীফ হোসেন, আব্দুল লতিফকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী ও নাজির হোসেন (৩০) কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরে পুলিশ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের বগাইলে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছেন পুলিশ সদস্য ইউনুস শিকদার (৫০)। শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। ইউনুস শিকদার বরিশাল জেলার বানরীপাড়া উপজেলার সোনাহার গ্রামের কাঞ্চন শিকদারের পুত্র। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান জানান, ভোর ৬টার সময়ে মহাসড়কে কয়েক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিল। এ সময়ে মাওয়া থেকে ভাঙ্গাগামী মালভর্তি একটি ট্রাক ইউনুস শিকদারকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ট্রাক এবং সহযোগীকে আটক করা হয়েছে। নিহতের স্ত্রী ছালমা বেগম জানায়, আমার স্বামী বাগেরহাট জেলার কাটাখালি হাইওয়ে থানা থেকে বদলি হয়ে ১০ দিন আগে ভাঙ্গা হাইওয়ে থানায় যোগদান করেন। শুক্রবার আমাকে নিয়ে ভাঙ্গায় নতুন ভাড়া বাসায় ওঠার কথা ছিল। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আমার একমাত্র সন্তান ফাহাদ (৮) কে নিয়ে কিভাবে বাঁচব। যশোরে পথচারী ও চালক স্টাফ রিপোর্টার, যশোর অফিস জানায়, বাঘারপাড়ায় ট্রাক দুর্ঘটনায় পথচারী ও ট্রাকচালক মারা গেছেন। এ সময় ট্রাকের এক আরোহী আহত হন। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুর পৌনে ১টার দিকে মাগুরামুখী মাটি বহনকারী একটি ট্রাক পথচারী বরুয়া ওরফে বড়ু বেগমকে (৭৫) চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিলে চালক আল আমিনও (২৬) মারা যান। ওই সময় ট্রাকে থাকা এক শ্রমিক আহত হন।
×