ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে ॥ মুক্তি পেল ছাত্রী

প্রকাশিত: ০৯:২৩, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 বাল্যবিয়ে ॥ মুক্তি পেল ছাত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শুক্রবার সকাল থেকেই বিয়ের সকল প্রস্তুতি চলছিল কনের বাড়িতে। দুপুরে বরযাত্রী আসার কথাছিল। কনে নবম শ্রেণীর ছাত্রী। এ খবর পেয়েই বেলা এগারোটার দিকে বিয়ে বাড়িতে হাজির হন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। তিনি কনের বাড়িতে হাজির হয়ে বাল্যবিয়ের কুফল সম্পর্কে কনে ও তার অভিভাবকদের অবহিত করে বিয়ের সকল আয়োজন বন্ধ করে দিয়েছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের। ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, ওই গ্রামের আনোয়ার মৃধার কন্যা নবম শ্রেণীর ছাত্রী সাজমিন আক্তারের (১৫) ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য তার অভিভাবকদের কাছ থেকে লিখিত অঙ্গীকার আনা হয়েছে।
×