ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনারগাঁয়ের পঙ্খিরাজ খাল এখন ভাগাড়

প্রকাশিত: ০৯:২৩, ২৯ ফেব্রুয়ারি ২০২০

  সোনারগাঁয়ের পঙ্খিরাজ  খাল এখন ভাগাড়

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, ২৮ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পঙ্খিরাজ খালটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দখল, দূষণ ও ভরাটের কারণে খালটি এখন সরু নালায় রূপ নিয়েছে। এক সময় খালটি পুরো সোনারগাঁ পৌরসভার পানি নিষ্কাশনের একমাত্র পথ ছিল। বর্তমানে খালটির বিভিন্ন স্থানে ভরাট ও দখলের কারণে খালটিতে পানি প্রবাহ নেই বললেই চলে। সোনারগাঁয়ে মেঘনা নদীর শাখা মেনিখালীর সঙ্গে এ খালের সরাসরি সংযোগ ছিল। খালটি উদ্ধবগঞ্জ এলাকার ভট্টপুর দিয়ে ঐতিহাসিক পানাম নগরে প্রবেশ করেছে। এক সময় এ খাল দিয়েই দেশী-বিদেশী বণিকরা পানাম নগরে যাতায়াত করত। বর্তমানে আশপাশের গ্রামের ও হোটেল রেস্টুরেন্ট থেকে এখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। ময়লা আবর্জনার দুর্গন্ধে এখন অতিষ্ঠ খালের পাড়ে থাকা ভট্টপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। খালে পানি নিষ্কাশন না থাকায় বর্ষা মৌসুমে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পুরো পৌরবাসী। ভট্টপুর গ্রামের তাইজদ্দিন জানান, এ খাল দিয়ে আমাদের ব্যবসায়িক মালামাল আনা নেয়া করতাম। নৌকায় মানুষ পারাপার হতো এ খালটি দিয়ে । প্রভাবশালীরা খালটি প্রায় দখল করে নিয়েছে। তার সঙ্গে সঙ্গে ময়লা ফেলে ভরাট করছে। এ ব্যাপারে স্থানীয়রা জানান, এ খালটির সঙ্গে সোনারগাঁয়ের অনেক ইতিহাস জড়িয়ে আছে। বর্তমানে দখলদারদের কবলে পড়ে ধীরে ধীরে খালটি হারিয়ে যাচ্ছে। খালটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে । স্থানীয় বাসিন্দা হাজী মোহাম্মদ মোহসীন বলেন, পঙ্খিরাজ খালটি অনেক পুরনো খালটিকে ঘিরে অনেক ইতিহাস রয়েছে। খালটি উপজেলা কয়েকটি ইউনিয়ন জুড়ে বিস্তৃত। খালটি পুনরুদ্ধারের জন্য উর্ধতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দিয়েছে এবং মানববন্ধন করেছি। কিন্তু প্রশাসন খালটি উদ্ধারে চোখে পড়ার মতো কোন পদক্ষেপ গ্রহণ না করায় আমরা হতাশ।
×